পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আইসিইউ-তে রয়েছে সন্তান, পুত্রের জন্মের 2 মাস পর জানালেন দিয়া - নিওনেটাল আইসিইউ

দিয়া জানিয়েছেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর শারীরিক সমস্যা দেখা দেওয়ায় অভয়ানের জন্ম সময়ের আগে হয়েছে ৷ তা না হলে দু’জনের পক্ষেই প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছিল ৷

actress-dia-mirza-welcomes-baby-boy-avayaan-azzad-rekhi-with-husband-vaibhav-rekhi
সময়ের আগে 14 মে পুত্র সন্তানের জন্ম, জানালেন অভিনেত্রী দিয়া মির্জা

By

Published : Jul 14, 2021, 7:45 PM IST

হায়দরাবাদ, 14 জুলাই : 14 মে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জা ৷ তারপর থেকেই দিয়া মির্জা এবং তাঁর স্বামী বৈভব রেখির সন্তান অভ্যান আজাদ রেখি নিওনেটাল আইসিইউ-তে ভর্তি রয়েছে ৷ সময়ের অনেক আগে জন্মানোয় অভ্যানের বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল ৷ সেই কারণেই তাকে হাসাপাতালে রাখতে হয়েছে ৷ আজ ছেলের জন্মের 2 মাস পূর্ণ হওয়ার দিনে সোশ্যাল মিডিয়ায় এ খবর জানালেন অভিনেত্রী ৷ যেখানে ছোট্ট অভ্যানের হাত ধরে রয়েছেন মা দিয়া ৷

দিয়া তাঁর পোস্টে লিখেছেন, ‘‘সন্তান থাকার অর্থ, সারাজীবনের মতো আপনার হৃদয় আপনার শরীরের বাইরে চলাফেরা করবে ৷’’ এইটুকুতেই থেমে যাননি অভিনেত্রী ৷ তিনি জানিয়েছেন, এই বাক্যটি তাঁর এবং বৈভবের জীবনে একদম সঠিকভাবে মিলে গিয়েছে ৷ প্রকৃত কারণ ব্যাখ্য়া করে দিয়া মির্জা জানিয়েছেন, ‘‘এই শব্দগুলি আমার এবং বৈভবের জীবনের বর্তমান অনুভূতির সঠিক উদাহরণ ৷ আমাদের হৃদস্পন্দন, আমাদের ছেলে অভ্যান আজাদ রেখি গত 14 মে জন্ম নিয়েছে ৷ সময়ের আগে আসায়, আমাদের ছোট্ট সোনাকে নিওনেটাল আইসিইউ-তে নার্স এবং চিকিৎসকদের তত্ত্বাবোধানে থাকতে হচ্ছে ৷’’

দিয়া জানিয়েছেন অন্তঃসত্ত্বা থাকাকালীন, তাঁর শারীরিক সমস্যা দেখা দেওয়ায় অভ্যানের জন্ম সময়ের আগে হয়েছে ৷ তা না হলে দু’জনের পক্ষেই প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছিল ৷ দিয়া লিখেছেন, ‘‘আমার গর্ভাবস্থাকালীন অবস্থায় অ্যাপেন্ডেকটমি এবং পরবর্তীতে খুবই মারাত্মক ব্যাকটিরিয়াল সংক্রমণ হয় ৷ যা পরবর্তীতে সেপসিসের কারণ হতে পারত এবং যা প্রাণঘাতী হতে পারত ৷ সৌভাগ্যবশত আমাদের চিকিৎসকদের চেষ্টায় এবং সঠিক সময়ে চিকিৎসার ফলে জরুরি সি-সেকশনের মাধ্যমে আমাদের সন্তানের জন্ম হয় ৷’’

আরও পড়ুন : ভমিকার 6 মাস পূর্ণ, ব্রিটেনের পার্কে পিকনিকে বিরুষ্কা

অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁদের সন্তানের এই লড়াই থেকে তাঁরা জীবনের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পয়েছেন ৷ এ নিয়ে দিয়া জানিয়েছেন, ‘‘আমরা ওকে শুরু থেকে দেখছি ৷ আশ্চর্য এই জেন মাস্টার ৷ ওর থেকে প্রতি মুহূর্তে আমরা শিখছি বাবা-মা হওয়া এবং ভরসার আসল অর্থ ৷ সেই সঙ্গে ভয় না পাওয়া এবং ওর এই সহনশীলতা এবং সাহস থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এগিয়ে চলেছি ৷ তাঁদের ধন্যবাদ দেওয়ার মতো শব্দ আমাদের কাছে নেই ৷ যাঁরা আমাদের কঠিন সময়ে আশা ও বিশ্বাস জুগিয়ে অভ্যানকে সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত সাহায্য করে গিয়েছে ৷ ও খুব দ্রুত বাড়ি যাবে ৷ ওর দিদি সামাইরা এবং দাদু-দিদা ওকে নিজেদের হাতে ধরতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ৷’’

আরও পড়ুন : ‘মাস্টার শেফ অস্ট্রেলিয়া’ খেতাব জয় ভারতীয় বংশোদ্ভুত জাস্টিন নারায়ণের

কঠিন সময়ে পাশে থাকার জন্য দিয়া তাঁর অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি তাঁদের সন্তানের জন্মের খবর সম্ভব হলে আগেই জানাতেন বলে এদিন ওই পোস্টে উল্লেখ করেছেন দিয়া মির্জা ৷ দিয়া তাঁর পোস্টটি শেষ করেছেন একটি ইতিবাচক বাক্য দিয়ে ৷ যেখানে তিনি বলেছেন, ‘‘আমরা তোমাকে দেখেছি, আমরা তোমাকে শুনেছি এবং আমরা একসঙ্গে এই সময়টাকে অতিক্রান্ত করে যাব ৷’’

ABOUT THE AUTHOR

...view details