কলকাতা, 1 এপ্রিল : মধুচন্দ্রিমার মধ্যেই সুখবর দিলেন দিয়া মির্জা ৷ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন তিনি সন্তানসম্ভবা ৷
মেরে কেটে দেড় মাস হয়েছে বিয়ে করেছেন দিয়া মির্জা ও বৈভব রিখে । মুম্বইয়ে দ্বিতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী । বিয়ে করে ব্যবসায়ী বৈভব রিখেকে । একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা । বৈভব ও দিয়া দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে । মালদ্বীপে মধুচন্দ্রিমা সারেন এই যুগল ।
দিয়া মধুচন্দ্রিমায় সঙ্গে নিয়েছেন বৈভবের প্রথম পক্ষের মেয়েকেও । তবে তার মধ্যেই সবাইকে চমকে দিয়ে মা হওয়ার খবর দেন দিয়া । মালদ্বীপের পড়ন্ত বিকেলে রেড ফ্লোরাল ড্রেসে বেবি বাম্প ছবি শেয়ার করেন অভিনেত্রী । শুভেচ্ছা বার্তার ভরে যায় তাঁর কমেন্ট সেকশন ।
কারিশ্মা কাপুর, শ্রেয়া ঘোষাল সকলেই নবদম্পতিকে ‘‘মম টু বি’’ হওয়ার শুভেচ্ছা জানান । তবে বিয়ের কিছুদিনের মধ্যেই মা হওয়ার চল বলিউডের প্রথম নয় ৷ এর আগে নেহা ধূপিয়া, লিজা হেডেন বিয়ের কয়েকদিনের মধ্যেই তাঁদের প্রেগনেন্সি সম্পর্কে জানান । এবার সেই পথেই হাঁটলেন দিয়া ।