মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয় লকডাউন । বন্ধ হয়ে যায় শুটিং । কয়েকটা মাস গৃহবন্দী ছিলেন সবাই । হোম কোয়ারানটিনে ছিলেন তারকারা । এদিকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সবথেকে বেশি সমস্যায় পড়েন ইন্ডাস্ট্রির দিন মজুররা । আয় না থাকায় কী খাবেন, কীভাবে বাড়ি ভাড়া দেবেন তা ঠিক করতে পারছিলেন না তাঁরা । আর সেখানেই তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অভিনেত্রী অমৃতা রাও ।
অমৃতার বাড়িতে ভাড়া থাকেন বেশ কয়েকজন । কর্মসূত্রে তাঁরা মুম্বইতে থাকেন । বলিউড ইন্ডাস্ট্রিতে পাও রেখেছেন । কেউ সদ্য অভিনয় করছেন তো কেউ সিনেমাটোগ্রাফার । ধরাবাধা পারিশ্রমিক তাঁরা পান না । দিনের হিসেবেই পারিশ্রমিক পান তাঁরা । এদিকে লকডাউনের জেরে কাজ বন্ধ থাকায় বন্ধ হয়ে যায় রোজগারও । ভাড়া মেটাবেন কীভাবে তা নিয়ে চিন্তায় পড়ে যান । এই পরিস্থিতিতে মার্চ থেকে জুলাই পর্যন্ত তাঁদের বাড়িভাড়া মকুব করার সিদ্ধান্ত নেন অমৃতা ।