পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার করোনা আক্রান্ত আলিয়া - alia bhatt corona infected

করোনা আক্রান্ত হলেন আলিয়া ভাট ৷ আপাতত বন্ধ রয়েছে গঙ্গুবাই কথিওওয়াড়ি ছবির শুটিং ৷

এবার কোভিড পজ়িটিভ রণবীর-বান্ধবী আলিয়া
এবার কোভিড পজ়িটিভ রণবীর-বান্ধবী আলিয়া

By

Published : Apr 2, 2021, 8:50 AM IST

মুম্বই, 2 এপ্রিল : এবার করোনা আক্রান্ত হলেন আলিয়া ভাট ৷ গতকাল করোনা আক্রান্তের খবর সোশাল মিডিয়ায় জানায় আলিয়া ৷ আপাতত তিনি হোম কোয়ারানটিনে রয়েছেন বলেও জানিয়েছেন ৷ সপ্তাহ খানেক আগে করোনা মুক্ত হয়েছেন রণবীর কাপুর ৷ করোনা জয় করার পর কালো শার্ট ও প্রিন্টেড মাস্কে তিনি পাপারাৎজ়িদের ক্যামেরাতেও বন্দী হয়েছিলেন ৷

আলিয়া সঞ্জয়লীলা বনসালী পরিচালিত 'গঙ্গুবাই কথিয়াওয়াড়ি' ছবির শুটিংয়ে ব্যস্ত ৷ গতকাল ওই ছবির একটি গানের দৃশ্যে তিনি শুটিং করছিলেন ৷ সেই সময় তাঁর করোনার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ খবর পাওয়া মাত্রই শুটিং বন্ধ করতে বাধ্য হন পরিচালক ৷ তারপর আলিয়া তাঁর ইনস্টাগ্রামে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান ৷

আরও পড়ুন : অসুস্থ আলিয়া, যেতে হল হাসপাতালে

তিনি সকলের উদ্দেশ্যে লেখেন, "আমি করোনা আক্রান্ত ৷ আমি ইতিমধ্যেই নিজেকে আইসোলেটেড করেছি এবং হোম কোয়ারানটিনে রয়েছি ৷ আমার চিকিৎসকের পরামর্শ মতো সমস্ত করোনা বিধি মেনে চলছি ৷ আপনাদের ভালোবাসা ও সমর্থনে কৃতজ্ঞ থাকব ৷ অনুগ্রহ করে আপনারা নিরাপদে থাকুন ও সুস্থ থাকুন ৷"

কয়েক মাস আগে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ৷ দিনের পর দিন 'গাঙ্গুবাই কথিয়াওয়াড়ি' ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন ৷ তাড়াতাড়ি শুটিং শেষ করার জন্য খাওয়া দাওয়ায় অনিয়ম হচ্ছিল তাঁর ৷ হজমের সমস্যা ও বমি বমি ভাব দেখা দিয়েছিল বলে জানা গিয়েছে ৷

সম্প্রতি দেশের একের পর এক তারকা করোনা আক্রান্ত হয়েছেন ৷ এই তালিকায় রয়েছে কার্তিক আরিয়ান, আমির খান, পরেশ রাওয়াল, মাধবন, রণবীর কাপুর, সঞ্জয়লীলা বনশালী ৷ গতকাল বাপি লাহিড়ী করোনায় আক্রান্ত হন ৷ আর এবার আক্রান্ত আলিয়া ভাট ৷

ABOUT THE AUTHOR

...view details