মুম্বই : নারকোটিক্স কন্ট্রোল বিওরোর অফিস লকআপে রাত কাটানোর পর আজ সকালে মুম্বইয়ের বাইসুলা জেলে নিয়ে যাওয়া হল রিয়া চক্রবর্তীকে ।
ANI-এর অফিশিয়াল টুইটে জানানো হয়েছে খবরটি । জামিনের আবেদন খারিজ হওয়ার পর 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতে থাকতে হবে রিয়াকে । আর আজ তাঁকে শিফ্ট করা হল বাইসুলা জেলে ।
দেখে নিন টুইট...
টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর আজ মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে । গতকাল সন্ধে সাড়ে 7 টার সময় অনলাইনে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁকে পেশ করা হয় । রিয়াকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় আদালত ।
সুশান্তের মৃত্যুর 87 দিনের মাথায় গ্রেপ্তার করা হল রিয়াকে । গ্রেপ্তারের পরই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় । কোরোনা পরীক্ষাও করা হয়, রিপোর্ট আসে নেগেটিভ ।