পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আটওয়ালের দলে যোগ অভিনেত্রী পায়েল ঘোষের - বলিউডের খবর

আটওয়ালের দলে পায়েল ঘোষের যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরে । এবার সেই জল্পনায় ইতি টানলেন তিনি । যোগ দিলেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া(A)-তে ।

পায়েল ঘোষ
পায়েল ঘোষ

By

Published : Oct 26, 2020, 4:13 PM IST

Updated : Oct 26, 2020, 4:24 PM IST

মুম্বই, 26 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (A)-তে যোগ দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ । RPI(A)-র মহিলা মোর্চার সহ সভানেত্রী পদে নিযুক্ত করা হয়েছে তাঁকে ।

সম্প্রতি চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী । যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনুরাগ কাশ্যপ । অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারিরও দ্বারস্থ হয়েছিলেন তিনি । সেই সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আটওয়ালে । মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা) বিশ্বাস নানগারে পাটিলের সঙ্গে দেখা করেছিলেন আটওয়ালে ও পায়েল । অভিনেত্রীর নিরাপত্তার জন্য দাবি জানিয়েছিলেন যুগ্ম কমিশনারের কাছে ।

আরও পড়ুন : এবার রাষ্ট্রপতির কাছে সাহায্যের আবেদন পায়েলের

অভিনেত্রী ও তাঁর আইনজীবী নীতিন সতপুতে পুলিশকে বিষয়টি জানানোর পর 22 সেপ্টেম্বর ভারসোভা থানায় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে FIR দায়ের করা হয় । অনুরাগের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 (I), 365 ধারায় ছাড়াও 341 ও 342 ধারায় অভিযোগ দায়ের করা হয় । পুলিশের কাছে দায়ের করা অভিযোগে পায়েল ঘোষ জানিয়েছিলেন, 2013 সালে ইয়ারি রোডে তাঁর বাড়িতে তাঁকে ধর্ষণ করেছিলেন অনুরাগ কাশ্যপ ।

আরও পড়ুন : হেনস্থার রাতে কী হয়েছিল ? ভিডিয়োয় শুনুন পায়েলের বক্তব্য

আটওয়ালের দলে পায়েল ঘোষের যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে । এবার সেই জল্পনায় ইতি টানলেন অভিনেত্রী । যোগ দিলেন আটওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (A)-তে । আর দলে যোগ দিয়েই পেলেন মহিলা মোর্চার সহ সভানেত্রী পদ ।

আটওয়ালের দলে যোগ অভিনেত্রী পায়েল ঘোষের
Last Updated : Oct 26, 2020, 4:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details