মুম্বই, 26 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (A)-তে যোগ দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ । RPI(A)-র মহিলা মোর্চার সহ সভানেত্রী পদে নিযুক্ত করা হয়েছে তাঁকে ।
সম্প্রতি চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী । যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনুরাগ কাশ্যপ । অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারিরও দ্বারস্থ হয়েছিলেন তিনি । সেই সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আটওয়ালে । মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা) বিশ্বাস নানগারে পাটিলের সঙ্গে দেখা করেছিলেন আটওয়ালে ও পায়েল । অভিনেত্রীর নিরাপত্তার জন্য দাবি জানিয়েছিলেন যুগ্ম কমিশনারের কাছে ।
আরও পড়ুন : এবার রাষ্ট্রপতির কাছে সাহায্যের আবেদন পায়েলের