পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মানালি ফেরার পথে কঙ্গনা - kangana ranaut latest news

চণ্ডীগড় হয়ে মানালি ফিরবেন কঙ্গনা রানাওয়াত । ইতিমধ্যেই মুম্বই এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছেন অভিনেত্রী ।

kangana ranaut on her way to Manali
kangana ranaut on her way to Manali

By

Published : Sep 14, 2020, 8:30 AM IST

মুম্বই : মুম্বই এসেছিলেন 9 সেপ্টেম্বর । আর আজ 14 সেপ্টেম্বর । 6 দিন কাটিয়ে ফের মানালির বাড়িতে ফিরছেন কঙ্গনা রানাওয়াত । চণ্ডীগড় হয়ে মানালি ফিরবেন অভিনেত্রী । ইতিমধ্যেই মুম্বইয়ের বাড়ি থেকে এয়ারপোর্টের পথে কঙ্গনা ।

মুম্বইতে কঙ্গনার বাড়ির সামনে কিছু মুহূর্তের জন্য ক্যামেরাবন্দী করা গেল তাঁকে । কালো সালোয়ার কামিজ আর সানগ্লাস পরে চট করে গাড়িতে উঠলেন অভিনেত্রী । সঙ্গে অবশ্যই তাঁর সর্বক্ষণের সঙ্গী রঙ্গোলি চান্দেল ।

পাপারাৎজ়িদের দেখে হাত নাড়তেও ভুললেন না কঙ্গনা । দেখে নিন ভিডিয়ো...

ভিডিয়ো সৌজন্যে ANI

মহারাষ্ট্র সরকারের সঙ্গে তাঁর সংঘাত বহমান । তার মাঝেই গতকাল অর্থাৎ 13 সেপ্টেম্বর রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন কঙ্গনা । সঙ্গে ছিলেন দিদি রঙ্গোলি চান্দেলও ।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, "আমার সঙ্গে যা যা কিছু হয়েছে সব তাঁকে জানিয়েছি । আশা করি আমি সঠিক বিচার পাব । তাহলেই আমার মতো সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা প্রশাসনের উপর আস্থা ফিরে পাবেন । রাজ্যপাল আমার সব কথা শুনেছেন, এর জন্য আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করি ।"

9 সেপ্টেম্বর একদিকে কঙ্গনা মুম্বইতে পদার্পণ করেন । আর অন্যদিকে তখন তাঁর পালি হিলসের অফিস ভাঙছে BMC । অভিযোগ ছিল যে, বাড়িটি নাকি অবৈধ ভাবে নির্মিত । যদিও কঙ্গনা অস্বীকার করেছেন এই অভিযোগ । ঘটনাটির বিচার চাইতেই রাজ্যপালের কাছে গেছিলেন অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details