মুম্বই, 26 সেপ্টেম্বর : মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী দীপিকা পাডুকোনকে । সেই মর্মে আজ নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) মুম্বইয়ের কোলাবার অ্যাপোলো বান্ডার গেস্ট হাউজ়ের অফিসে পৌঁছান অভিনেত্রী। সেখানেই সাড়ে 5 ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মামলার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে এখানেই বেস তৈরি করেছে NCB-র বিশেষ তদন্তকারী দল। এর পাশাপাশি NCB-র অফিসে পৌঁছেছেন শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানও।
সাড়ে 5 ঘণ্টা ধরে দীপিকাকে জিজ্ঞাসাবাদ NCB-র - মাদক মামলা
আজ সকালে নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) SIT অফিসে পৌঁছান দীপিকা পাডুকোন । অ্যাপোলো বান্ডার গেস্ট হাউজ়ে সাড়ে 5 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।
ম্যানেজার করিশ্মা প্রকাশের মুখোমুখি বসিয়ে দীপিকাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে NCB সূত্রে জানা গিয়েছে । সূত্রের খবর, অভিনেতা রকুল প্রীত সিংয়ের থেকে গতকাল করিশ্মা প্রকাশকে বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় । গাঁজা সেবন করার জন্য কেনা হয়েছিল কি না সে সম্পর্কে রকুল প্রীত সিং এবং করিশ্মা প্রকাশকে প্রশ্ন করে NCB ।
সুশান্ত মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের সময়ই বলিউডের একাধিক তারকার মাদক-যোগে নাম জড়ায়। গ্রেপ্তারের আগে রিয়া চক্রবর্তী সারা আলি খান ও রকুল প্রীত সিং-সহ কয়েকজন তারকার নাম জানান বলে খবর। যদিও এই দাবি অস্বীকার করেছেন রিয়ার আইনজীবী ।