পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সাড়ে 5 ঘণ্টা ধরে দীপিকাকে জিজ্ঞাসাবাদ NCB-র - মাদক মামলা

আজ সকালে নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) SIT অফিসে পৌঁছান দীপিকা পাডুকোন । অ্যাপোলো বান্ডার গেস্ট হাউজ়ে সাড়ে 5 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।

NCB
NCB

By

Published : Sep 26, 2020, 10:25 AM IST

Updated : Sep 26, 2020, 3:59 PM IST

মুম্বই, 26 সেপ্টেম্বর : মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী দীপিকা পাডুকোনকে । সেই মর্মে আজ নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) মুম্বইয়ের কোলাবার অ্যাপোলো বান্ডার গেস্ট হাউজ়ের অফিসে পৌঁছান অভিনেত্রী। সেখানেই সাড়ে 5 ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মামলার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে এখানেই বেস তৈরি করেছে NCB-র বিশেষ তদন্তকারী দল। এর পাশাপাশি NCB-র অফিসে পৌঁছেছেন শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানও।

ম্যানেজার করিশ্মা প্রকাশের মুখোমুখি বসিয়ে দীপিকাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে NCB সূত্রে জানা গিয়েছে সূত্রের খবর, অভিনেতা রকুল প্রীত সিংয়ের থেকে গতকাল করিশ্মা প্রকাশকে বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় । গাঁজা সেবন করার জন্য কেনা হয়েছিল কি না সে সম্পর্কে রকুল প্রীত সিং এবং করিশ্মা প্রকাশকে প্রশ্ন করে NCB ।

অ্যাপোলো বান্ডার গেস্ট হাউজ়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দীপিকাকে

সুশান্ত মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের সময়ই বলিউডের একাধিক তারকার মাদক-যোগে নাম জড়ায়। গ্রেপ্তারের আগে রিয়া চক্রবর্তী সারা আলি খান ও রকুল প্রীত সিং-সহ কয়েকজন তারকার নাম জানান বলে খবর। যদিও এই দাবি অস্বীকার করেছেন রিয়ার আইনজীবী ।

Last Updated : Sep 26, 2020, 3:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details