পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত বলিউড অভিনেতা - শরমন যোশীর খবর

প্রয়াত শরমন যোশীর বাবা অরবিন্দ যোশী । থিয়েটার থেকে শুরু করে বড় পরদা..সব জায়গাতেই অভিনয় করেছেন অরবিন্দ । পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন । এমন এক রত্ন হারিয়ে মন খারাপ বলিউডের ।

Sharman Joshi's father passes away
Sharman Joshi's father passes away

By

Published : Jan 29, 2021, 4:04 PM IST

মুম্বই : অরবিন্দ যোশী, গুজরাটি থিয়েটারের পরিচিত মুখ, শেষ নিশ্বাস ত্যাগ করলেন আজ সকালে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর । দীর্ঘদিন ধরে বয়সজনিত সমস্যায় ভুগছিলেন অরবিন্দ ।

অভিনেতার আত্মীয় সরিতা যোশী জানিয়েছেন, "বয়সজনিত নানা সমস্যার কারণে নানাবতী হাসপাতালে ভরতি ছিলেন অরবিন্দজী । বয়স হয়েছিল 84 । ঘুমের মধ্য়েই মৃত্যু হয় ওঁর । শান্তিতে পরলোক গমন করেছেন অরবিন্দজী ।"

অরবিন্দর ছেলে শরমন যোশী বলিউডের পরিচিত মুখ । অরবিন্দ নিজেও থিয়েটার ছাড়া বলিউড ছবিতে অভিনয় করেছেন । তার মধ্যে 'অপমান কি আগ', 'শোলে', 'ইত্তেফাক' অন্যতম ।

এমন এক রত্নকে হারিয়ে বলিউডের অনেক তারকারই শোকস্তব্ধ । পরেশ রাওয়াল, কোমল নাহতা, অনিল শর্মার মতো ব্যক্তিত্বরা সোশাল মিডিয়ার মাধ্য়মে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অরবিন্দ যোশীকে ।

ABOUT THE AUTHOR

...view details