মুম্বই : অরবিন্দ যোশী, গুজরাটি থিয়েটারের পরিচিত মুখ, শেষ নিশ্বাস ত্যাগ করলেন আজ সকালে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর । দীর্ঘদিন ধরে বয়সজনিত সমস্যায় ভুগছিলেন অরবিন্দ ।
অভিনেতার আত্মীয় সরিতা যোশী জানিয়েছেন, "বয়সজনিত নানা সমস্যার কারণে নানাবতী হাসপাতালে ভরতি ছিলেন অরবিন্দজী । বয়স হয়েছিল 84 । ঘুমের মধ্য়েই মৃত্যু হয় ওঁর । শান্তিতে পরলোক গমন করেছেন অরবিন্দজী ।"