মুম্বই : 12 জুলাই জানা যায় যে, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যা কোরোনা পজ়িটিভ । তবে তাঁরা দু'জনেই বাড়িতে সেল্ফ আইসোলেশনে ছিলেন । কিন্তু, আজ এল নতুন খবর । তাঁদের দু'জনকেই নানাবতী হাসপাতালে ভরতি করা হয়েছে ।
নানাবতীতে রয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন । গত শনিবার অর্থাৎ 11 জুলাই থেকে সেখানে চিকিৎসাধীন তাঁরা । এবার তাঁদের সঙ্গে ভরতি হলেন ঐশ্বরিয়া ও আরাধ্যা ।
অমিতাভ আর অভিষেকের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর অ্যান্টিজ়েন ও সোয়াব পরীক্ষা করানো হয় জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যার । প্রথমে নেগেটিভ আসে তাঁদের অ্যান্টিজ়েন পরীক্ষার রিপোর্ট । কিছুটা হলেও স্বস্তি হয় বচ্চন পরিবারের ।