পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'দ্য বিগ বুল' নিয়ে দর্শকদের প্রশ্নের উত্তর দিলেন অভিষেক - Ajay Devgn

বৃহস্পতিবার ছবিটি মুক্তি পাওয়ার পর ওয়াচ পার্টি নামে একটি প্রশ্ন-উত্তর পর্ব রাখা হয়েছিল। যেখানে অভিষেক 'দ্য বিগ বুল' নিয়ে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন ৷

'দ্য বিগ বুল' নিয়ে দর্শকদের প্রশ্নের উত্তর দিলেন অভিষেক
'দ্য বিগ বুল' নিয়ে দর্শকদের প্রশ্নের উত্তর দিলেন অভিষেক

By

Published : Apr 9, 2021, 2:25 PM IST

হায়দরাবাদ, 9 এপ্রিল : বৃহস্পিবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত 'দ্য বিগ বুল'৷ কুকি গুলাটি পরিচালিত এই ছবিতে অভিষেকের পাশাপাশি রয়েছে নিকিতা দত্ত , সোহুম শাহ এবং ইলিয়ানা ডি'ক্রুজ ৷ এর আগে মুক্তি পেয়েছিল স্ক্যাম 1992 ক্রাইম সিরিজ। যেখানে হর্ষদ মেহতার কাহিনি তুলে ধরা হয়েছিল। সেই একই গল্প এবার উঠে এসেছে দ্য বিগ বুলে। ছবিটি মুক্তি পাওয়ার পরই দর্শক মহল থেকে এসেছে মিশ্র প্রতিক্রিয়া ৷

বৃহস্পতিবার ছবিটি মুক্তি পাওয়ার পর ওয়াচ পার্টি নামে একটি প্রশ্ন-উত্তর পর্ব রাখা হয়েছিল। যেখানে অভিষেক 'দ্য বিগ বুল' নিয়ে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন ৷ রইল তার কিছু ঝলক ৷

এক দর্শকের প্রশ্ন ছিল- 'দ্য বিগ বুল'-এ অজয় দেবগণ এবং সহ অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ?

কারো প্রশ্ন - হেমন্ত শাহ চরিত্রে অভিনয় করে কেমন লাগছে ? হেমন্ত শাহর সঙ্গে কি বাস্তবের অভিষেক বচ্চনের কোনও মিল আছে ?

কেউ আবার প্রশ্ন করেছেন - ছবিতে কোন দৃশ্যটি শুটিং করা সব থেকে কঠিন ছিল ?

এমন অনেক প্রশ্নের উত্তরই দিয়েছেন অভিষেক বচ্চন ৷ ছবি দেখার পর মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শক মহল থেকে ৷ অনেকেই বলছেন, আসল ক্রাইম সিরিজটির মতো জমেনি 'দ্য বিগ বুল'-এর প্লট ৷ তবে ছবির প্লট নিয়ে প্রশ্ন উঠলেও অভিষেকের অভিনয়কে কাঠগড়ায় দাঁড় করাতে পারেননি ফিল্ম সমালোচকরা ৷

আরও পড়ুন:থালাইভির প্রমোশনে মরিয়া কঙ্গনা

ABOUT THE AUTHOR

...view details