মুম্বই : বরাবরই বিভিন্ন অ্যাকশন ছবিতে দেখা যায় বিদ্যুৎ জামালকে । 'কমান্ডো' ও 'ফোর্স'-এর মতো অ্যাকশন ছবিতে কাজ করেছেন তিনি । কিন্তু, এবার একেবারে নতুন ধরনের ছবিতে দেখা যাবে তাঁকে । হার্ডকোর রোম্যান্টিক ছবিতে কাজ করতে চলেছেন তিনি ।
বিদ্যুতের পরবর্তী ছবি 'খুদা হাফিজ়'। এটি একটি রোম্যান্টিক সিনেমা । এ প্রসঙ্গে IANS-কে বিদ্যুৎ বলেন, "সত্যি ঘটনার উপর নির্ভর করে তৈরি ছবিটি । এক ব্যক্তি, যিনি পাগলের মতো ভালোবাসেন স্ত্রীকে । 2009 সালে মন্দার সময় বিয়ে করেছিলেন তাঁরা । এরপর চাকরির খোঁজে বিদেশে পাড়ি দেন । তাঁদের একে অপরের সঙ্গে দেখা হওয়া ও তাঁদের জীবন কাহিনি তুলে ধরা হবে ছবিতে । এটা হার্ডকোর রোম্যান্টিক একটা সিনেমা । তার মধ্যে কিছু অ্যাকশনও রয়েছে ।"
ছবিতে বিদ্যুতের বিপরীতে দেখা যাবে শিবালেকা ওবেরয়কে । সম্প্রতি 'ইয়ে শালি আশিকি' ছবিতে অমরেশ পুরির নাতি বর্ধন পুরির বিপরীতে অভিনয় করেছিলেন তিনি । আর ওই ছবির মাধ্যমেই অভিনয়ে ডেবিউ করেন । 'খুদা হাফিজ়' ছবিটি পরিচালনা করছেন ফারুক কবির ।
ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন কুমার মাঙ্গত পাঠক এবং অভিষেক পাঠক । ছবির শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে উজ়বেকিস্তান, মুম্বই ও লখনউয়ের বেশ কিছু এলাকা ।
যাই হোক এখন আপাতত বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন বিদ্যুৎ । তার মাঝেই ফ্যানদের জন্য একাধিক ওয়ার্ক আউটের ভিডিয়ো পোস্ট করছেন সোশাল মিডিয়ায় । পাশাপাশি পরিবারের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছেন তিনি । কারণ লকডাউন উঠে যাওয়ার পর কাজে ব্যস্ত হয়ে পড়বেন । তখন ইচ্ছে থাকলেও পরিবারকে সময় দিতে পারবেন না এই অভিনেতা । আর লকডাউনের এই মুহূর্তটা বাড়িতে থাকতে একটুও একঘেয়ে লাগছে না বলেও জানিয়েছেন তিনি ।