পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অভিনয়টা কোনও কুস্তি নয় : পঙ্কজ - পঙ্কজ ত্রিপাঠীর খবর

'মির্জ়াপুর', 'সেক্রেড গেমস', 'বরেলি কি বরফি', 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এর মতো সিনেমাতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী । জীবনটাকে খুব কাছ থেকে দেখেছেন তিনি, মিশেছেন সব ধরনের মানুষের সঙ্গে । আর তাই পরদায় যে কোনও চরিত্র হয়ে উঠতে একটুও বল পেতে হয় না তাঁকে ।

pankaj tripathi in mirzapur
pankaj tripathi in mirzapur

By

Published : Oct 26, 2020, 9:29 AM IST

মুম্বই : নেপোটিজ়ম বা ফেবরেটিজ়িম নয়, শুধু অভিনয়ের গুণে আজ পঙ্কজ বলিউডের 'অলরাউন্ডার' হয়ে উঠেছেন । ঝলমলে কমার্শিয়াল ফিল্ম হোক বা ডার্ক ওয়েব সিরিজ়, সবকিছুতেই পারদর্শী অভিনেতা, পরিচালকদের ভরসার পাত্র ।

অভিনেতা PTI-কে জানালেন, "অভিনয়টা কোনও কুস্তি নয় যে, দু'জন একে অন্যের সঙ্গে লড়াই করবে । বরং সিনে যদি চারজন থাকে, প্রত্যেকের প্রত্য়েককে সাহায্য করা উচিত । আমি-আমি করলে হয় না এখানে ।"

.

অভিনয় একটা সামগ্রিক প্রয়াস, একা একা এটা হয় না, বললেন পঙ্কজ । "অনেক সময় বলা হয় যে, এই অভিনেতা ওই অভিনেতার রোলটা পুরোটা খেয়ে নিল..এটা অত্যন্ত ভুল কনসেপ্ট ।"

এমন মানসিকতা বলেই হয়তো যে প্রজেক্টে থাকেন পঙ্কজ, সেখানেই ম্যাজিক তৈরি হয় । সম্প্রতি মুক্তি পেয়েছে 'মির্জ়াপুর' সিজ়ন 2 । সারা দেশজুড়ে রীতিমতো ট্রেন্ড করছে এই সিরিজ় ।

ABOUT THE AUTHOR

...view details