মুম্বই : নেপোটিজ়ম বা ফেবরেটিজ়িম নয়, শুধু অভিনয়ের গুণে আজ পঙ্কজ বলিউডের 'অলরাউন্ডার' হয়ে উঠেছেন । ঝলমলে কমার্শিয়াল ফিল্ম হোক বা ডার্ক ওয়েব সিরিজ়, সবকিছুতেই পারদর্শী অভিনেতা, পরিচালকদের ভরসার পাত্র ।
অভিনেতা PTI-কে জানালেন, "অভিনয়টা কোনও কুস্তি নয় যে, দু'জন একে অন্যের সঙ্গে লড়াই করবে । বরং সিনে যদি চারজন থাকে, প্রত্যেকের প্রত্য়েককে সাহায্য করা উচিত । আমি-আমি করলে হয় না এখানে ।"