কলকাতা : অজয় দেবগনের পরবর্তী ছবি 'ময়দান'-এ অভিনয়ের জন্য প্রস্তুত বিশিষ্ট বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ । ছবির পরিচালনা করছেন 'বাধাই হো'-র নির্মাতা অমিত শর্মা ।
রুদ্রনীল বলেন, "আমি বলিউডে প্রথম ছবি করেছিলাম নাসিরুদ্দিন শাহ ও রিভু দাশগুপ্তর সঙ্গে 2012-তে । কিন্তু আইনি কারণে ছবিটি মুক্তি পায়নি । নাসির জি ও আমি খুব ভালো বন্ধু হয়ে গেছি । তিনি আমার কাজের প্রশংসা করেন । কিন্তু আমি কখনও বলিউডে অভিনয়ের জন্য বা কোনও চরিত্রের জন্য সাহায্য চাইনি । অভিনেত্রী বিদ্যা বালানও আমার কাজের প্রশংসা করেন । কিন্তু তাঁকেও আমি বলিউডে সুযোগ করে দেওয়ার জন্য কখনও বলিনি ।"
বাংলা ছবিতে তাঁর 14 বছরের অভিজ্ঞতা । তাঁর কাজের জন্যই তাঁর পরিচিতি হোক চান রুদ্রনীল । তিনি বলেন, "যদি কেউ বলিউড বা অন্য যে কোনও ইন্ডাস্ট্রিতে আমাকে কাস্ট করাতে চান, তাহলে তাঁদের উচিত আমার কাজ আগে দেখা । তারপর আমার কাজের ভিত্তিতে আমাকে কাস্ট করা উচিত । আমি একজন ভালো ছাত্র হওয়ায় আমি আমার কাজের প্রতি বিশ্বাসী । আমি অন্যদের থেকে রোজ শিখছি । আমি বিশ্বাস করি, কোথাও কেউ না কেউ আমার মতো অভিনেতাদের খোঁজ করছেন । তাই আমি তাঁদের কাছে না গিয়ে, তাঁদেরকে আমাদের কাছে আসতে দিচ্ছি । আমার কাজ আমার হয়ে কথা বলবে । হয়তো আমার বলিউডে পা রাখতে দেরি হল । কিন্তু কখনও না হওয়ার চেয়ে দেরিতে হওয়া অনেক ভালো ।"