মুম্বই : ঠোঁটে লিপস্টিক । গায়ে নীল হাফ জিন্স ও ছাই রঙা টি শার্ট । বাবার সঙ্গে হাত ধরে স্কুলের গেট দিয়ে বেরিয়ে আসছে আব্রাম । শুক্রবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়েছিল শাহরুখ পুত্র । সেখানে তার লুক ছিল কিছুটা এইরকম । আর তার স্টেজ পারফরম্যান্স দেখে মুগ্ধ দর্শকরা ।
বলিউডের বেশিরভাগ তারকার সন্তান মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে । 20 ডিসেম্বর ওই স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল । আর সেখানে পারফর্ম করে ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা থেকে শুরু করে শাহরুখ পুত্র আব্রাম । পারফরমেন্সের জন্য অন্যরকম সাজগোজও করতে দেখা গেছে তাদের ।
পারফর্মেন্সের জন্য শাড়ি পরেছিল আরাধ্যা । এই প্রথমবার শাড়ি পরে দেখা গেছে তাকে । আরাধ্যাকে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে 'কন্যা'-র ভূমিকায় দেখা গেছে । যে এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখে, যেখানে নারীরা সুরক্ষিত থাকবে, সম্মানিত হবে । সে এমন এক পৃথিবীর স্বপ্ন দেখে যেখানে নারীদের কণ্ঠ রোধ করা হবে না, জ্ঞানের দীপ্তিতে নতুন আলো পাবে নারীরা । স্টেজে এই ধরনের বক্তব্য রাখতে শোনা যায় তাকে । ইতিমধ্যেই ভাইরাল তার পারফরমেন্স ।