পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'পুকার'-এর সেট থেকে বের করে দেওয়া হয় অভিষেককে - অমিতাভ বচ্চনের 'পুকার'

1983 সালে অমিতাভ বচ্চনের হিট ছবি 'পুকার'-এর সেট থেকে বের করে দেওয়া হয় অভিষেক বচ্চনকে । শুধু অভিষেক একা নন, তাঁর এক বন্ধুকেও সেদিন বের করে দেওয়া হয় সেট থেকে । পরে সেই বন্ধুর পরিচালনাতে একটি ছবিতে অভিনয় করেন জুনিয়র বচ্চন ।

Abhishek bachchan thrown off the set of Big B's 'Pukar' as a kid
Abhishek bachchan thrown off the set of Big B's 'Pukar' as a kid

By

Published : Jun 12, 2020, 7:23 AM IST

মুম্বই : স্মৃতির পাতা খুঁজে দেখলেন অভিষেক বচ্চন । 1983 সালে পাঁচ বছরের ছোট্ট অভিষেককে 'পুকার'-এর সেট থেকে বের করে দেওয়া হয়, ঘটনাটা নেটিজেনদের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা ।

তবে একা অভিষেককে নয়, সেদিন তাঁর বেস্ট ফ্রেন্ডকেও বের করে দেওয়া হয় সেট থেকে । কে সেই বন্ধু ? তিনি গোল্ডি বহল । তাঁর বাবা রমেশ বহলের পরিচালনাতেই 'পুকার'-এ অভিনয় করছিলেন অমিতাভ ।

তার মানে পরিচালক আর অভিনেতার দুই খুদেকে সেদিন সেট থেকে বের করে দেওয়া হয় । কারণ ? সেটাও পরিষ্কার করেছেন অভিষেক । সেটে থাকা নকল তলোয়ার দেখে তাঁরা খুব উত্তেজিত হয়ে গেছিলেন । অসুবিধা হচ্ছিল শুটিংয়ে ।

পরে গোল্ডি যখন নিজে পরিচালক হওয়ার সিদ্ধান্ত নেন, প্রথম ছবিতেই কাস্ট করেন অভিষেককে । ছবির নাম 'ব্যস ইতনা সা খোয়াব হ্যায়' । 2001 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিষেকের সঙ্গী ছিলেন রানি মুখার্জি ও সুস্মিতা সেন ।

দেখে নিন অভিষেকের পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details