মুম্বই : পাকিস্তানের বালাকোটে 26 ফেব্রুয়ারি ভারত একটি মিলিটারি অভিযান চালায়, এয়ারস্ট্রাইক কনডাক্ট করে। দেশের সেই সাফল্য ক্যামেরাবন্দী করতে চলেছেন পরিচালক অভিষেক কাপুর।
T-সিরিজ়ের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে এই খবর। ক্যাপশনে লেখা "এক সাহস, সংকল্প ও বীরত্বের গল্প। #BalakotAirstrike ভারতীয় সন্তানদের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য।" ছবির প্রযোজনা করছেন আরও এক তাবড় পরিচালক, সঞ্জয়লীলা বনশালী। রয়েছেন ভূষণ কুমার, মহাবীর জৈন ও প্রজ্ঞা কাপুর।
প্রজ্ঞা টুইট করে জানিয়েছেন, "এই বছরে আমাদের অন্যতম স্বপ্নের প্রোজেক্ট ঘোষণা করতে পেরে আমি খুবই উত্তেজিত। আপনাদের কাছে এই ছবি আনার জন্য মুখিয়ে রয়েছি।"
ফেব্রুয়ারির 14 তারিখে পুলওয়ামাতে ভারতের 40 জন জওয়ান প্রাণ হারান। আর এরপরই 26 ফেব্রুয়ার বালাকোটে এয়ারস্ট্রাইক করে ভারত। ভারতীয় বিমান কাশ্মীরের বিতর্কিত বর্ডার পেরিয়ে ভিতরে ঢুকে যায় ও বোমাবর্ষণ করে। দেশজুড়ে সাড়া ফেলেছিল সেই ঘটনা।
এই বছরেই মুক্তি পেয়েছে 'উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক'। পাকিস্তানের উরিতে ভারতের সার্জিকাল স্ট্রাইক নিয়ে তৈরি এই ছবি ব্লকবাস্টার হয়। জাতীয় পুরস্কার পান ভিকি কৌশল। বালাকোট এয়ারস্ট্রাইকও সেই রকম ইমপ্যাক্ট ফেলতে পারবে দর্শক মনে। জানার জন্য আর কিছু দিনের অপেক্ষা।