পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অভিষেকের আবেগতাড়িত পোস্টে অপ্রত্য়াশিত উত্তর জয়ার - অভিষেক বচ্চনের খবর

আন্তর্জাতিক মাতৃদিবসে অভিষেক বচ্চনের আবেগপ্রবণ পোস্টে অপ্রত্যাশিত এক উত্তর দিলেন জয়া । হাসি থামাতে পারলেন না অভিষেক নিজেই ।

abhishek bachchan gets hillarios reply from his mother
abhishek bachchan gets hillarios reply from his mother

By

Published : May 11, 2020, 7:52 PM IST

মুম্বই : জয়া বচ্চনের রসবোধ নিয়ে আর কোনও সন্দেহ রইল না অভিষেকের । তাঁর আবেগপ্রবণ পোস্টের এমন জবাব দিলেন জয়া যে, হাসি থামাতে পারছেন না অভিষেক ।

10 মে মাতৃদিবসে অভিষেক মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন । ক্যাপশনে লিখেছিলেন "মা" । সেই পোস্টের প্রতিক্রিয়া স্বরূপ জয়া একটি ছবি পাঠান অভিষেককে । ছবিটি নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন অভিনেতা ।

ছবিতে দেখা যাচ্ছে একটি মোমোর স্টল । তবে Momo-র পরিবর্তে সেই স্টলের সব জায়গায় Mom লেখা । রঙিন অক্ষরে লেখা 'ড্রাগন মম কর্ণার, ভেজ মম, চিকেন মম' ।

ছবিটি শেয়ার করে অভিষেক লিখেছেন, "মাদার্স ডে-তে আমার ইমোশনাল পোস্টের উত্তরে মা এটা পাঠিয়েছেন । সেন্স অফ হিউমর একেবারে সঠিক লক্ষ্যে ।"

সৌজন্য়ে অভিষেকের ইনস্টাস্টোরি...

লকডাউনে জয়া আটকে দিল্লিতে । অমিতাভ সহ পুরো পরিবার মুম্বইতেই রয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details