মুম্বই : অভিষেক ব্যানার্জির অভিনয় দক্ষতা নিয়ে আজ আর কোনও সন্দেহ নেই । কমেডি ও নেগেটিভ - অভিনয়ের এই দুই কঠিন জঁরেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন অভিনেতা । সম্প্রতি 'পাতাল লোক'-এ তাঁর বিশাল তিয়াগি চরিত্রটা মনে থেকে যাওয়ার মতো ।
কিন্তু এমন চরিত্রে অভিনয় করতে গেলে ব্যক্তিগত জীবনে কি তার কোনও প্রভাব পড়ে ? সেট থেকে বেরোলেও চরিত্র থেকে কি বেরিয়ে যাওয়া যায় কি ? IANS-এর সঙ্গে অনেক কথা শেয়ার করলেন অভিষেক ।
অভিনেতা বললেন, "যদি নেগেটিভ চরিত্রে অভিনয় করলে অভিনেতার উপর তার কোনও প্রভাব পড়ত, তাহলে তো এই ইন্ডাস্ট্রি থেকে একগুচ্ছের সিরিয়াল কিলার তৈরি হত । আমি ওই ধরনের চরিত্রগুলোকে দূর থেকেই জানতে ভালোবাসি ।"