পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফারাহর ওয়ার্কআউট ভিডিয়ো দেখতে ইচ্ছুক অভিষেক - abhishek bachchan latest news

ফারাহ খানের ওয়ার্কআউট ভিডিয়ো দেখতে ইচ্ছুক অভিষেক বচ্চন । সোশাল মিডিয়ায় সেটা পোস্ট করার আর্জি অভিনেতার । তবে অভিষেকের হঠাৎ এমন ইচ্ছে হল কেন ?

abhishek bachchan teases farah khan
abhishek bachchan teases farah khan

By

Published : Apr 14, 2020, 10:18 PM IST

মুম্বই : কয়েকদিন আগে সেলেব্রিটিদের ওয়ার্কআউট ভিডিয়ো পোস্ট করার বিরুদ্ধে গলা তুলেছিলেন ফারাহ খান । দেশের মানুষ যখন বেসিক খাবার পাওয়ার জন্য লড়াই করছে,তখন এই সমস্ত ভিডিয়ো খুব অপ্রয়োজনীয় মনে করেছিলেন এই কোরিওগ্রাফার ও পরিচালক । আর সেই বিষয়টি নিয়েই ফারাহকে সোশাল মিডিয়ায় ঠুকলেন অভিষেক বচ্চন । নিতান্তই মজা আর কি !

ফারাহ একটি পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায় । এই অতিমারীতে কে কে তাঁর প্রকৃত বন্ধু, তা তিনি বুঝতে পারছেন, এমনই ছিল টুইটের বিষয় । ফারাহ লিখেছিলেন, "আমার নতুন বেস্ট ফ্রেন্ডরা হল - সবজিওয়ালা বাবুরাম, মুদিখানার স্বপ্নীল, ওষুধের দোকানের পবন, মাছের দোকানের নলিনী....সবাইকে ধন্যবাদ ।"

ফারহার এই পোস্টের নিচে অভিষেক লিখেছেন, "থ্যাঙ্ক ইউ ! এবার ওয়ার্কআউটের ভিডিয়ো আপলোড কর ।" অভিনেতার এই মজার পোস্ট দেখে অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি ফারাহ ।

ফারাহর টুইট ও অভিষেকের মন্তব্য...

ফারাহ আরও একটি পোস্ট করেছেন টুইটারে । অতিমারীতে কী কী শিক্ষা হচ্ছে তাঁর, সেই নিয়ে একটি সিরিজ়ের মতো করে নানান টুইট করছেন তিনি । সেখানে ফারাহ লিখেছেন, "আলমারি ভরতি জামাকাপড়, যখন তোমার শুধুমাত্র দু'টো জামাই লাগবে..রাত্তিরের নাইটি আর দিনের বেলার নাইটি ।"

ফারাহার মেয়ে আবার পথকুকুরদের জন্য এক দারুণ উদ্য়োগ নিয়েছে । 12 বছরের মেয়ে আন্যা নিজে ছবি এঁকে সেগুলি বিক্রি করে উপার্জিত টাকা দিয়ে পথকুকুরদের খাওয়াতে চায় । মেয়ের এর মানবিকতায় মুগ্ধ ফারাহ ।

ABOUT THE AUTHOR

...view details