পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পরের ছবির শুটিং শুরু করলেন অভিষেক বচ্চন - mumbai

কুকি গুলাতির পরিচালনায় পরের ছবির শুটিং শুরু করলেন অভিষেক বচ্চন । সাত বছর পর একসঙ্গে কাজ করছেন অজয় দেবগন ও অভিষেক বচ্চন ।

অভিষেক বচ্চন

By

Published : Sep 16, 2019, 3:24 PM IST

মুম্বই : কুকি গুলাতির পরিচালনায় পরের ছবির শুটিং শুরু করলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন । তবে ছবির নাম এখনও ঠিক হয়নি ।

আজ ছবির ক্লিপবোর্ডের একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা । ক্যাপশনে লেখেন, "একটি নতুন জার্নি । একটি নতুন শুরু । আপনাদের শুভেচ্ছার প্রয়োজন । অজয় দেবগন, কুকি গুলাতি ।"

ছবির প্রযোজনা করছে অজয় দেবগন ফিল্মস । 'বোল বচ্চন'-র সাত বছর পর আবার একসঙ্গে হলেন অজয় ও অভিষেক ।

গুলাতি এর আগে 'প্রিন্স' ও 'পেয়ারে মোহন'-র পরিচালনা করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details