মুম্বই : কুকি গুলাতির পরিচালনায় পরের ছবির শুটিং শুরু করলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন । তবে ছবির নাম এখনও ঠিক হয়নি ।
আজ ছবির ক্লিপবোর্ডের একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা । ক্যাপশনে লেখেন, "একটি নতুন জার্নি । একটি নতুন শুরু । আপনাদের শুভেচ্ছার প্রয়োজন । অজয় দেবগন, কুকি গুলাতি ।"