কলকাতা : কলকাতায় আপকামিং ছবি 'বব বিশ্বাস'-এর শুটিং করছিলেন অভিষেক বচ্চন । প্রায় এক মাস ধরে কলকাতায় রয়েছেন তিনি । সম্প্রতি শেষ হয়েছে এই ছবির শুটিং । নির্মাতাদের তরফে আজ একথা ঘোষণা করা হয়েছে ।
সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি' ছবির আইকনিক চরিত্র বব বিশ্বাসকে নিয়েই আলাদা করে ছবি তৈরি করছেন তাঁর মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ । এই ছবি আসলে 'কাহানি'-র প্রিকুয়েল । অতি সাধারণ একজন মানুষের সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প বলবে এই ছবি ।
'কাহানি' ছবিতে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় । জনপ্রিয় হয়েছিল তাঁর, "নমস্কার ! এক মিনিট দাঁড়ান" সংলাপটি । আর তার সঙ্গে তাঁর হাসিমুখে খুন করার পদ্ধতি ছিল অসাধারণ । আর এবার সেই আইকনিক চরিত্রকেই স্ক্রিনে ফুটিয়ে তুলবেন অভিষেক । একজন এলআইসি এজেন্ট বব বিশ্বাস কীভাবে সিরিয়াল কিলার হয়ে উঠল সেটাই তুলে ধরা হবে 'বব বিশ্বাস'-এ ।