পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ ? যা বললেন অভিষেক... - Amitabh hospitalisation rumours

বাবার হাসপাতালে ভরতি হওয়া সংক্রান্ত জল্পনা উড়িয়ে দিয়ে অভিষেক বলেন, "আমার সামনেই উনি এই মুহূর্তে বসে রয়েছেন । তাহলে হাসপাতালে হয়তো তাঁর মতো দেখতে কেউ রয়েছেন ।"

sd
asd

By

Published : Oct 27, 2020, 9:29 PM IST

মুম্বই : শোনা যাচ্ছিল চোট পেয়ে নাকি হাসপাতালে ভরতি রয়েছেন অমিতাভ বচ্চন । যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা । যদিও সেই সংক্রান্ত যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন তাঁর ছেলে অভিষেক । বরং মজার ছলে তিনি বলেন, "আমার সামনেই উনি এই মুহূর্তে বসে রয়েছেন । তাহলে হাসপাতালে হয়তো তাঁর মতো দেখতে কেউ রয়েছেন ।"

গতকাল থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এই খবর । বলা হচ্ছিল, শনিবার থেকেই নাকি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অমিতাভ । যদিও এ নিয়ে তাঁর পরিবারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি । এমনকী, খবরটি সত্য কি না তাও জানানো হয়নি । তারপর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে জবাব দেন অভিষেক ।

কয়েক মাস আগেই কোরোনা থাবা বসিয়েছিল বচ্চন ভিলায় । আক্রান্ত হয়েছিলেন অমিতাভ সহ অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্যা । বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁরা । এখন তাঁর সম্পূর্ণ সুস্থ । কাজেও যোগ দিয়েছেন ।

এদিকে সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় অমিতাভ । হাসপাতাল থেকেও প্রতি মুহূর্তে সোশাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করছিলেন তিনি । রোজই কোনও না কোনও পোস্ট করতে দেখা গিয়েছিল তাঁকে । এমনকী, তাঁর অসুস্থতার কথা প্রথমবার পরিবারের তরফেই জানানো হয়েছিল । কিন্তু, এবার পরিবারের তরফে কিছু না জানানোয় খবরের সত্যতা সম্পর্কে চিন্তায় পড়ে গিয়েছিলেন অনুরাগীরা । তারপর জল্পনা উড়িয়ে দেন অভিষেক ।

যাই হোক এখন আপাতত 'কউন বনেগা ক্রোড়পতি'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অমিতাভ । এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আপকামিং ছবি 'ঝুন্ড' ও 'ব্রহ্মাস্ত্র'।

ABOUT THE AUTHOR

...view details