মুম্বই : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন তাঁর পরবর্তী ছবি 'দা বিগ বুল'-র প্রথম পোস্টার শেয়ার করলেন । সঙ্গে ছবির শুটিং শুরুর কথাও জানান তিনি ।
কালো পোস্টারের মাঝে ব্রঞ্জ ষাঁড়ের ছবি । সঙ্গে লেখা, 'অভিষেক বচ্চন ইন অ্যান্ড অ্যাজ় দা বিগ বুল ।'
পোস্টারটি শেয়ার করে 'মনমর্জ়িয়া'-র অভিনেতা ক্যাপশনে লেখেন, "দা বিগ বুল- একটি অবাস্তব গল্প.. শুটিং চলছে ।"
ছবির প্রযোজনা করছেন অজয় দেবগন । অভিষেক ও অজয় দেবগন সাত বছর পর একসঙ্গে কাজ করছেন । তাঁরা একসঙ্গে শেষ রোহিত শেট্টির 'বোল বচ্চন'-এ কাজ করেছিলেন ।
'বোল বচ্চন' ছাড়াও অজয় ও অভিষেক 'লক কার্গিল', 'জ়মিন' ও 'যুবা'-তে একসঙ্গে কাজ করেছেন । সোমবার সোশাল মিডিয়ায় ক্ল্যাপারবোর্ডের ছবি শেয়ার করে ছবি সম্পর্কে ভক্তদের জানিয়েছিলেন 'ধুম' অভিনেতা । ক্যাপশনে লিখেছিলেন, "একটি নতুন জার্নি, একটি নতুন শুরু । আপনাদের শুভেচ্ছার প্রয়োজন ।"