পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কলকাতায় বব বিশ্বাস ! - অভিষেক বচ্চনের খবর

লকডাউনের কারণে বন্ধ হয়েছিল শুটিং । পরিস্থিতি স্বাভাবিক হতেই কলকাতায় শুরু হতে চলেছে 'বব বিশ্বাস'-এর শুটিং । মহানগরে পা রাখলেন অভিষেক বচ্চন ।

abhishek bachchan bob biswas
abhishek bachchan bob biswas

By

Published : Nov 23, 2020, 8:55 PM IST

কলকাতা : তিলোত্তমাতে বারবার ফিরে আসেন বলিউডের তারকারা । বছরের শুরুতে শহরের বিভিন্ন জায়গা ঘুরে শুটিং শুরু করেন অভিষেক বচ্চন । ছবির নাম 'বব বিশ্বাস'। তবে লকডাউনের ফলে বন্ধ করতে হয়েছিল শুটিং । পরিস্থিতিতে একটু স্বাভাবিক হতেই আবার মহানগরে জুনিয়র বচ্চন ।

বছরের শুরুতে প্রায় 40 দিন শুটিং হয়েছিল 'বব বিশ্বাস'এর । বিভিন্ন জায়গা জুড়ে হয়েছিল সেই শুটিং । তারপর লকডাউন হয়ে যায় । সব শিডিউল বাতিল করতে হয় । তবে আবার পুরোদমে শুরু হচ্ছে শুটিং ।

সূত্রের খবর, আগামী 25 নভেম্বর থেকে শুরু হচ্ছে ছবির শুটিং । প্রথম দিনের শুটিং হবে পঞ্চসায়রে । তারপর ঘুরে ঘুরে চলবে শুটিং । ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে । অভিষেক ছাড়াও চলে এসেছেন পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা ।

2012 সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষের ছবি 'কাহানি'। সেই ছবিতে বব বিশ্বাস চরিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয় । নিপাট ভদ্রলোকের আড়ালে ভয়ানক সিরিয়াল কিলার । অভিনয় করেছিলেন শাশ্বত চ্যাটার্জি । এবার সেই চরিত্রটি নিয়েই আসছে আস্ত একটা ছবি, পরিচালনায় সুজয়ের মেয়ে দিয়া । তবে এবারে বব আর শাশ্বত নন, অভিষেক ।

কোরোনা আক্রান্ত হওয়ার পর এই প্রথম পুরোদমে শুটিং ফ্লোরে ফিরছেন অভিষেক । নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করেছেন তিনি এই ছবির জন্য ।

ABOUT THE AUTHOR

...view details