মুম্বই : 'রাবণ', 'গুরু' ও 'উমরাও জান'-এর মতো একাধিক ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিষেক বচ্চন । ইতিমধ্যেউ একসঙ্গে আটটি ছবি করে ফেলেছেন তাঁরা । শোনা যাচ্ছে, শীঘ্রই তাঁরা নয় নম্বর ছবিও করতে চলেছেন । অনুরাগ কাশ্যপ প্রযোজিত আপকামিং ছবি 'গুলাব জামুন'-এ একসঙ্গে দেখা যাবে তাঁদের । ছবিটি পরিচালনা করার কথা সর্বেশ মেওয়ারার ।
সম্প্রতি 'গুলাব জামুন' নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল অভিষেককে । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকে তিনি বলেছিলেন, "আমি জানি না এই প্রোজেক্টের কী হল । এর আগে 'মনমরজ়িয়াঁ' ছবিতে অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করেছিলাম । ওই ছবির অংশ হতে পেরে আমার খুবই ভালো লেগেছিল । ফের তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি ।"