মুম্বই : ম্রুনাল ঠাকুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ভাগ্যশ্রী পুত্র অভিমন্যু । ছবির নাম 'আঁখ মিচোলি'। পরিচালনা করবেন উমেশ শুক্ল । একটি পরিবারের একাধিক ঝামেলাকে কেন্দ্র করে তৈরি ছবিটি ।
'102 নট আউট'-এর পর ফের সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট ইন্ডিয়ার সঙ্গে কাজ করছেন উমেশ । সব ঠিক থাকলে হয়তো চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাব ছবিটি ।
ছবি সম্পর্কে পরিচালক ও প্রযোজক উমেশ বলেন, "ছবিটি আমার খুব প্রিয় । অসাধারণ সব তারকাদের একসঙ্গে নিয়ে আসতে পেরে গর্বিতবোধ করছি । যৌথ পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা হয় । আর সেটাই কমেডির মাধ্যমে তুলে ধরা হবে ছবিতে ।"