মুম্বই : ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি অভিনেতা রাহুল রায় । কার্গিলে পরবর্তী ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি । সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় মুম্বই নানাবতী হাসপাতালে । এখনও তিনি সেখানে চিকিৎসাধীন বলে সূত্রের খবর ।
এই মুহূর্তে কার্গিলে পরবর্তী ছবি 'এলএসি : লাইভ দা ব্যাটেল'-এর শুটিং করছিলেন রাহুল । খারাপ আবহাওয়া থাকার ফলে সেখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েন । পাশাপাশি আবহাওয়ার কারণেই সেটের মধ্যে রাহুলের ব্রেন স্ট্রোক হয়েছে বলে জানা গিয়েছে । তারপর তাঁকে দ্রুত কার্গিল থেকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয় । এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় মুম্বইতে । সূত্রের খবর, এই মুহূর্তে নানাবতী হাসপাতালের ICU-তে ভরতি রয়েছেন তিনি । যদিও তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে ।