মুম্বই : বলিউড মিউজ়িকে অনেক বছর পর মেলোডিকে ফিরিয়ে দিয়েছিল 'আশিকী 2'। ছবি মুক্তির আগেই সুপারহিট হয়ে যায় গান । তারপর আসেন দুই উদীয়মান তারকা, শ্রদ্ধা কাপুর আর আদিত্য রায় কাপুর । তাঁদের কেমিস্ট্রি 'আশিকী 2'-কে 2013 সালের অন্যতম বড় ব্লকবাস্টার ছবি বানিয়ে তোলে ।
এই ছবিতেই ডেবিউ করেন শ্রদ্ধা কাপুর । আদিত্যর জন্য এটা ডেবিউ না হলেও, বলিউডে তাঁকে একটা শক্ত জমি দেয় 'আশিকী 2' । তাই এই ফিল্ম দুই তারকার কাছেই খুব স্পেশাল ।