মুম্বই : এ তো গেল ফিল্মের কথা। রিয়েল লাইফ ববিতা কুমারী আপাতত একটি ডান্স রিয়েলিটি শোয়ে যোগদান করেছেন। সঙ্গে রয়েছেন ববিতার হবু স্বামী বিবেক সুহাগ। তাঁর জন্য বিশেষ বার্তা দিলেন আমির খান অর্থাৎ ববিতার অনস্ক্রিন বাবা।
অনস্ক্রিন মেয়েকে বিশেষ বার্তা দিলেন আমির - বলিউড
বলিউডের মাইলস্টোন ছবিগুলোর মধ্যে 'দঙ্গল' অন্যতম। সেখানে বাবা মহাবীর সিং ফোগাটের সঙ্গে মেয়ে গীতা-ববিতার বন্ডিং ছবিটিকে অমর বানিয়েছে। মহাবীরের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান আর ববিতার চরিত্রে সান্যা মালহোত্র।
একটি ভিডিয়োতে আমির খান ববিতাকে উদ্দেশ্য করে বললেন, "ববিতাজী আমি শুনলাম যে আপনি আর বিবেক একটি ডান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন। আপনি যেই কাজই করেন সেটাতে এক্সেল করেন। তাই আমার পুরো বিশ্বাস যে আপনি আর বিবেক সবাই সারপ্রাইজ় করতে পারবেন।"
ববিতাকে শুভেচ্ছা জানিয়ে আমির বলেন যে, "আমার শুভকামনা আপনার সঙ্গে রয়েছে।" তবে রসিক মানুষ আমির। শুভেচ্ছা জানানোর সঙ্গে তিনি এটাও বলেন যে, "যদি অন্য প্রতিযোগীরা আপনার থেকে এগিয়ে যায় তাহলে আপনি ২-৪টে ধোবি আছাড় দিয়ে দেবেন।"