মুম্বই : সবুজ মাঠে আরাম করে শুয়ে রয়েছেন আমির খান। আর তাঁকে তিষ্ঠোতে দিচ্ছেন না মেয়ে ইরা। শেষে বাধ্য় হয়ে উঠেই পড়লেন অভিনেতা। ছেলে-মেয়ের কাছে বোধহয় সব বাবা-মাই এতটা ভালনারেবল। ইরার শেয়ার করা ভিডিয়োর বিষয়বস্তু এটাই। মুহূর্তে ভাইরাল ভিডিয়ো।
ভিডিয়োটি শেয়ার করে ইরা লিখেছেন, "আমার ব্যাপারে অতিরিক্ত প্রোটেক্টিভ হওয়া থেকে শুরু করে আমায় বিপ্লবী হওয়ার পরামর্শ দেওয়া- এই পুরো সময়টায় তোমার মতো একজনকে জীবনে পেয়ে আমি খুব খুশি। যখনই তোমায় প্রয়োজন হয়েছে, আমি তোমায় পেয়েছি।"