পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

HBD Aamir Khan: মিস্টার পারফেকশনিস্ট উপাধি পছন্দ নয়, বলেছিলেন আমির নিজেই - Aamir Khan sees himself as Mr. Passionate and not Perfectionist

সবাই তাঁকে 'মিস্টার পারফেকশনিস্ট' বলতে ডাকতে পছন্দ করে ঠিকই তবে তিনি নিজে এই উপাধি পছন্দ করেন না একেবারেই ৷ জানিয়েছিলেন আমির খান নিজেই (Aamir Khan sees himself as Mr. Passionate and not Perfectionist) ৷

aamir khan latest updates
মিস্টার পারফেকশনিস্ট উপাধি পছন্দ নয়, বলেছিলেন আমির নিজেই

By

Published : Mar 14, 2022, 11:39 AM IST

হায়দরাবাদ, 14 মার্চ: আমির খান, তাঁকে সারা সিনেমার দুনিয়া 'মিস্টার পারফেকশনিস্ট' বলে ডাকে ঠিকই তবে তিনি নিজে কিন্তু নিজেকে এই নামে ডাকতে ভালবাসেন না কখনওই ৷ বরং নিজেকে দেওয়া তাঁর নিজের উপাধিটি হল 'মিস্টার প্য়াশনেট' (Aamir Khan sees himself as Mr. Passionate and not Perfectionist) ৷ একবার অভিনেতা নিজেই জানিয়েছিলেন কেন তিনি 'মিস্টার পারফেকশনিস্ট' উপাধিটি সেভাবে পছন্দ করেন না ৷

আমিরের তিন দশকের এই সফল কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সঠিক চিত্রনাট্য নির্বাচন

আমির জানিয়েছিলেন 'মিস্টার পারফেকশনিস্ট' ট্যাগটি তাঁর ওপর কোনও চাপ সৃষ্টি করে না ৷ কারণ তিনি এটিতে বিশ্বাসই করেন না ৷ তিনি বলেন, "এটা আমার ওপর চাপ করে না কারণ আমি এ ধরণের উপাধিতে বিশ্বাসই করি না ৷ এটা একটা ভুল উপাধি তাই আমার ওপর কোনও চাপ নেই ৷" তাঁর ভাবনাটি ব্যাখ্য়া করতে গিয়ে তিনি বলেন, "আমার মতে পারফেকশনের কোনও অস্তিত্ব নেই ৷ পারফেকশন বলে কোনও শব্দ হয় না ৷ বিশেষ করে সৃজনশীলতার ক্ষেত্রে তো অবশ্য়ই নয় ৷ আমি বরং একজন আবেগপ্রবণ মানুষ ৷ আপনি তাই আমাকে পারফেকশনিস্ট না বলে প্যাশনেট বলে ডাকতে পারেন ৷"

নিজেকে দেওয়া আমিরের নিজের উপাধিটি হল 'মিস্টার প্য়াশনেট'

অভিনেতা পরিচালক বা প্রযোজক সমস্তক্ষেত্রেই আমির খানের ছবি মানে শুধু যে তথাকথিত 'কমার্শিয়াল হিট' ছবি নয় তা বলাই বাহুল্য ৷ বরং তাঁর প্রতিটি ছবিতেই থাকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা ৷ লাগান (2001), গজনি (2008), 3 ইডিয়টস (2009), পিকে (2014), দঙ্গল (2016), সিক্রেট সুপারস্টার (2017) প্রতিটি ছবিতেই স্মরণীয় পারফরম্যান্স দিয়েছেন এই 57 বছর বয়সি সুপারস্টার ৷

সবাই তাঁকে 'মিস্টার পারফেকশনিস্ট' বলতে ডাকতে পছন্দ করে ঠিকই তবে তিনি নিজে এই উপাধি পছন্দ করেন না একেবারেই

আরও পড়ুন : কৃতির পোশাক বহনের দায়িত্ব নিয়ে ভাইরাল সিদ্ধার্থ

আমিরের তিন দশকের এই সফল কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সঠিক চিত্রনাট্য নির্বাচন ৷ তিনি এমন একজন অভিনেতা যিনি কম ছবিতে অভিনয় করেন ঠিকই, কিন্তু এমন ছবিতেই অভিনয় করেন যার একটা গুরুত্বপূর্ণ সামাজিক প্রভাব রয়েছে ৷ তিনি একাধিকবার জানিয়েছেন ছবি থেকে তাঁর টাকার চাহিদা নেই ৷ তিনি দর্শকের চোখে এটাই দেখতে চান যে তাঁরা এটা গ্রহণ করেছেন এবং আনন্দ পেয়েছেন ৷ আপাতত তাঁর আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে উৎসুক হয়ে আছেন সকলে ৷

আপাতত তাঁর আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে উৎসুক হয়ে আছেন সকলে

ABOUT THE AUTHOR

...view details