অমৃতসর : কয়েকদিন আগে প্রথম বিবাহবার্ষিকীতে দীপিকা-রণবীর অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরে এসেছিলেন। আর এবার এলেন আমির খান। তাঁর পরবর্তী ছবি 'লাল সিং চড্ডা'-তে তিনি নিজেও এক পাঞ্জাবীর চরিত্রে অভিনয় করছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর লুক।
ছবি প্রসঙ্গে প্রশ্ন করলে আমির বলেন যে, "আমরা চেষ্টা করছি একটা ভালো ছবি বানাতে। আমি একজন শিখের ভূমিকায় অভিনয় করছি, খুব ভালো লাগছে। একটি অ্যামেরিকান ছবি আছে 'ফরেস্ট গাম্প', সেই ছবি থেকে অনুপ্রাণিত এই ছবি।"