পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শান্তির খোঁজে আমির, স্বর্ণমন্দিরে তৃতীয়বার - গোল্ডেন টেম্পলে আমির খান

অমৃতসরের গোল্ডেন টেম্পল দর্শনে গেলেন আমির খান। ETV ভারত সিতারার ক্যামেরায় বললেন যে, এই নিয়ে তিনবার তিনি এলেন এই ঐতিহ্যবাহী মন্দিরে।

Aamir Khan on Laal Singh Chadda
Aamir Khan on Laal Singh Chadda

By

Published : Nov 30, 2019, 4:56 PM IST

অমৃতসর : কয়েকদিন আগে প্রথম বিবাহবার্ষিকীতে দীপিকা-রণবীর অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরে এসেছিলেন। আর এবার এলেন আমির খান। তাঁর পরবর্তী ছবি 'লাল সিং চড্ডা'-তে তিনি নিজেও এক পাঞ্জাবীর চরিত্রে অভিনয় করছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর লুক।

ছবি প্রসঙ্গে প্রশ্ন করলে আমির বলেন যে, "আমরা চেষ্টা করছি একটা ভালো ছবি বানাতে। আমি একজন শিখের ভূমিকায় অভিনয় করছি, খুব ভালো লাগছে। একটি অ্যামেরিকান ছবি আছে 'ফরেস্ট গাম্প', সেই ছবি থেকে অনুপ্রাণিত এই ছবি।"

অন্যদিকে, স্বর্ণমন্দিরে এসেও খুব ভালো অনুভূতি আমিরের। তিনি বললেন, "গোল্ডেন টেম্পলে এটা আমার তৃতীয় ভিজ়িট। যখনই আসি এত ভালো লাগে, এত শান্তি লাগে..একটু সেবা করার সুযোগ পেয়ে আমি ধন্য।"

দেখে নিন পুরো ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details