মুম্বই : 2020-র ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল 'লাল সিং চড্ডা'-র । তবে কোরোনা উত্তর পরিস্থিতিতে সেটার খুব একটা সম্ভাবনা খুব কম । শোনা যাচ্ছে 2021 সালে মুক্তি পাবে 'লাল সিং চড্ডা' । আর তার আগে অন্য ছবির কাজ নাকি শুরু করবেন না আমির ।
এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তামিল ছবি 'বিক্রম বেধা'-র হিন্দি রিমেকে কাজ করার কথা রয়েছে আমিরের । সঙ্গে আবার সইফ আলি খানেরও থাকার কথা শোনা গেছে । তবে 'লাল সিং চড্ডা'-র মুক্তি পাওয়ার আগে সেই ছবির শুটিং শুরুর সম্ভাবনা বিশ বাঁও জলে ।