পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'লাল সিং চড্ডা'-র মুক্তির আগে অন্য কাজ শুরু করবেন না আমির ?

'লাল সিং চড্ডা' মুক্তি পাওয়ার আগে নতুন কাজে হাত দেবেন না আমির খান ? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমন সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে ।

Aamir Khan on next project
Aamir Khan on next project

By

Published : Jun 26, 2020, 9:52 PM IST

মুম্বই : 2020-র ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল 'লাল সিং চড্ডা'-র । তবে কোরোনা উত্তর পরিস্থিতিতে সেটার খুব একটা সম্ভাবনা খুব কম । শোনা যাচ্ছে 2021 সালে মুক্তি পাবে 'লাল সিং চড্ডা' । আর তার আগে অন্য ছবির কাজ নাকি শুরু করবেন না আমির ।

এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তামিল ছবি 'বিক্রম বেধা'-র হিন্দি রিমেকে কাজ করার কথা রয়েছে আমিরের । সঙ্গে আবার সইফ আলি খানেরও থাকার কথা শোনা গেছে । তবে 'লাল সিং চড্ডা'-র মুক্তি পাওয়ার আগে সেই ছবির শুটিং শুরুর সম্ভাবনা বিশ বাঁও জলে ।

এক সূত্র জানাচ্ছেন, "পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেটে ফিরবেন না আমির । তাঁর কাছে সুরক্ষা সবার আগে । 'বিক্রম বেধা'-র প্রযোজক নীরজ পাণ্ডেকেও আমির জানিয়েছেন যে, 'লাল সিং চড্ডা'-র মুক্তির আগে তিনি এই ছবির কাজ শুরু করবেন না ।"

.

তবে সইফ আলি খানের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও । প্রায় দু'দশক পর আমির আর সইফকে পরদায় দেখবেন দর্শক । 'দিল চাহতা হ্যায়'-র পর আর একসঙ্গে দেখা যায়নি এই দুই অভিনেতাকে ।

ABOUT THE AUTHOR

...view details