মুম্বই : ইতিমধ্যেই ডিজিটালে ডেবিউ করেছেন সইফ আলি খান, রাজকুমার রাও, অনিল কাপুর ও নওয়াজ়উদ্দিন সিদ্দিকির মতো তারকারা । ডিজিটালে ভালোই সাফল্য পেয়েছে তাঁদের সিরিজ়গুলি । আর এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আমির খানের নামও । খুব তাড়াতাড়িই নাকি ডিজিটালের কাজ শুরু করবেন তিনি ।
সূত্রের খবর, আমিরের টিম ওয়েব সিরিজ়ের বিষয়বস্তু নিয়ে কাজ করছে । ইতিমধ্যেই যে OTT প্ল্যাটফর্মে এই সিরিজ় মুক্তি পাবে তাদের সঙ্গেও কথা বলা হয়েছে । আমিরের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে তারা । তবে ঠিক কোন ধরনের সিরিজ় আমিরের পক্ষে ভালো হবে তার উপর কাজ শুরু করেছে তাঁর টিমের সদস্যরা ।
শোনা গিয়েছিল ড্রিম প্রোজেক্ট 'মহাভারত' নিয়ে কাজ শুরু করতে চলেছেন আমির । তবে টিমের তরফে জানানো হয়েছে 'মহাভারত'-এর উপর কাজ করছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট । ওই কাজ কবে শুরু হবে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা হয়নি । যদিও ওয়েব সিরিজ়টা একেবারে অন্যরকম বিষয় নিয়ে ।