পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মাথা ভরতি পাকা চুল, লকডাউনে নতুন লুকে আমির ! - aamir lockdown look with grey hair

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জ়াইন মেরি খানের ডেবিউ ছবি 'মিসেস সিরিয়াল কিলার'। আর সেই ছবির প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল বাড়িতেই । ছিলেন আমির খানও । সেখানেই আমিরকে দেখা যায় একেবারে নতুন লুকে । তাঁর মাথায় ভরতি পাকা চুল । তবে এটাই নাকি আমিরের আসল লুক ।

sdf
sdf

By

Published : May 2, 2020, 6:28 PM IST

মুম্বই : পরনে সুট-প্যান্ট । চোখে চশমা । আর মাথা ভরতি পাকা চুল । সম্প্রতি এই লুকেই দেখা গেল আমির খানকে । তবে এটা তাঁর নতুন সিনেমার লুক একেবারেই নয় । এটাই নাকি তাঁর আসল লুক ! অবাক লাগলেও এটাই সত্যি ।

লকডাউনের জেরে এখন বাড়িতেই রয়েছেন তারকারা । শুটিং বন্ধ থাকায় আপাতত বাড়িতেই দিন কাটছে তাঁদের । তাই এই সময় শরীর চর্চা করলেও মাথায় কালার করছেন না অনেক তারকাই । এর ফলে প্রকাশ্যে আসছে তাঁদের চুলের আসল রং । আর এই তালিকায় রয়েছেন আমির খান ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুরে জারি লকডাউন । আর সেই কারণে বাড়ি থেকে বের হতে পারছেন না কেউই । বন্ধ সিনেমা হলও । এই সময় একমাত্র ভরসা ডিজিটাল প্ল্যাটফর্মগুলি । এবার সেই প্ল্যাটফর্মেই মুক্তি পেল আমিরের ভাগ্নি জ়াইন মেরি খানের ডেবিউ ছবি 'মিসেস সিরিয়াল কিলার'।

সম্প্রতি বাড়িতেই এই ছবির প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন আমির, কিরণ রাও, ইরা খান ও জ়াইন । বাইরে বের হতে না পারলেও প্রোজেক্টর লাগিয়ে বাড়িতেই সিনেমা হলের আমেজ তৈরি করে নেন । আর সেই কারণে ঘরোয়া পোশাক না পরে, হলে যাওয়ার মতো তৈরি হয়ে ঘরে বসেই সিনেমা দেখেন তাঁরা । তাই আমিরের পরনে ছিল সুট-প্যান্ট, ইরা পরেছিলেন হলুদ শাড়ি ও সবুজ রঙের পোশাকে দেখা যায় কিরণকে ।

এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ইরা । তবে শুধুই সিনেমা দেখার ছবি শেয়ার করেননি । এছাড়া হলুদ শাড়িতে নিজের বিভিন্ন পোজ়ের ছবি তুলে তাও শেয়ার করেন তিনি ।

তবে আমিরই প্রথম নন । এই কোয়ারেন্টাইনের মধ্যে আর চুলে রং করছেন না পরিচালক করণ জোহরও । ফলে বেরিয়ে পড়েছে চুলের আসল রং । কিছুদিন আগেই বরুণ ধাওয়ানের সঙ্গে একটি ভিডিয়ো কলিংয়ে সাদা চুল নিয়ে প্রকাশ্যে আসেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details