মুম্বই : রোদের মধ্যে হাসিমুখে চেয়ারে বসে রয়েছেন আমির খান । আর তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে রয়েছেন মেয়ে ইরা । তবে লকডাউনের মধ্যে যেন অনেকটাই বেড়ে গিয়েছে আমিরের বয়স । সৌজন্যে তাঁর মাথার পাকা চুল ।
এই ছবির মাধ্যমে বাবাকে ফাদার্স ডে-র শুভেচ্ছা জানান ইরা । আর ছবিতে আমিরের মাথায় রয়েছে ভরতি পাকা চুল । এই নতুন লুকেই মেয়ের সঙ্গে ছবি তোলেন আমির ।
বলিউডের মিস্টার পারফেকশনিস্টের এই নিউ লুক বেশ পছন্দ হয়েছে ভক্তদের । তাঁর এই লুকের প্রশংসা করেছেন অনেকেই । একজন লেখেন, "ছবিটা খুবই সুন্দর । সব সময়ের মতো এখানেও আমিরকে সুন্দর লাগছে ।" তবে নেটিজ়েনদের পাশাপাশি এই ছবিতে কমেন্ট করতে দেখা যায় তারকাদেরও । ফতিমা সানা শেখ থেকে শুরু করে সানিয়া মলহোত্রা, ছবিতে কমেন্ট করেন অনেকেই ।
লকডাউনের মধ্যে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন আমির । মাঝে মধ্যেই বাবার সঙ্গে তোলা বিভিন্ন ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করছিলেন ইরা । সেখান থেকেই জানা যায় লকডাউনে অভিনেতার রোজনামচার কথা । আসলে লকডাউনের মধ্যে বাড়ি থেকে বের হননি অনেকেই । হোম কোয়ারানটিনে ছিলেন তারকারাও । তাই কোথাও যাওয়া আসারও তেমন বিষয় ছিল না । একই অবস্থা ছিল আমিরের । আর সেই কারণেই তিনিও চুলে কালার করেননি বলে অনুমান ভক্তদের ।
কাজের দিক থেকে লকডাউনের আগে 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন আমির । দেশের একাধিক শহরে চলছিল শুটিং । কিন্তু, লকডাউনের জেরে বন্ধ ছিল শুটিং । তবে খুব তাড়াতাড়িই শুটিংয়ের কাজ শুরু হবে বলে অনুমান । সেখানে করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । সব ঠিক থাকলে এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি ।