পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'প্রেম ভাগ্য খুব খারাপ', জন্মদিনে আফসোস রয়ে গেল আমিরের

56 বছরে পা দিলেন আমির খান । জীবনে সাফল্য-ব্যর্থতার হিসেব করতে গেলে হয়তো সাফল্যের পাল্লাই ভারি হবে অভিনেতার । তবে নিজের প্রেম ভাগ্য নিয়ে খুবই অসুখী আমির । জন্মদিনে কেন বেসুরো তিনি ?

aamir khan failed love stroy
aamir khan failed love stroy

By

Published : Mar 14, 2021, 7:13 PM IST

মুম্বই : কানা ছেলের নাম পদ্মলোচন...আমির খানের নাকি প্রেম ভাগ্য খারাপ । সুপারস্টার আমিরকে ফেরাতে পারে এমন কেউ আছে ? হ্যাঁ, আছে । আর সেই জন্যই তো এত বছর ধরে আফসোস রয়ে গেছে তাঁর ।

জন্মদিন উপলক্ষ্যে দেওয়া একটি সাক্ষাৎকারে আমির বলেন, 'আমার প্রেম ভাগ্য খুব খারাপ । তিন তিন বার প্রেমে ব্যর্থ হয়েছি আমি ।' ব্যাপারখানা কী ?

...

আমির বললেন, 'দশ বছর বয়সে প্রথম প্রেমে পড়ি । মেয়েটাকে রোজ দেখতাম, পাগল হয়ে যেতাম । কিন্তু সামনে গেলেই আর কথা বেরোত না ।' প্রেমের কথা বলতেই না পারলে প্রেমিকা বুঝবে কী করে ? এভাবে তিন তিনবার ভালোবাসার মানুষ হাতছাড়া হয়েছে আমিরের ।

16 বছরে পাশের বাড়ির মেয়ে রীণা দত্তের সঙ্গে আলাপ । সৌভাগ্যবশত, সেটা বিফলে যায়নি । বিয়ে পর্যন্ত গড়ায় আমির আর রীণার সম্পর্ক । দুই সন্তানও হয় তাঁদের । যদিও তারপর বিয়েটা টেকেনি ।

কিরণের সঙ্গে

তবে আমিরের বর্তমান দাম্পত্য জীবন খুবই সুখের । স্ত্রী কিরণ দত্ত নিজে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং আমিরকে সব কাজে সহায়তা করেন তিনি । তাই প্রফেশন এবং পার্সোনাল দুই জীবনেই কিরণ হলেন আমিরের যোগ্য পার্টনার । প্রেম ভাগ্যটা তাহলে খুব খারাপ নয় অভিনেতার !

ABOUT THE AUTHOR

...view details