পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোশ্যাল মিডিয়া ছেড়েও শান্তি নেই আমিরের - আমির খানের খবর

বলিউডের অভিনেতা আমির খান রবিবারই তাঁর একটি পোস্টে জানিয়ে দেয় সোশ্যাল মিডিয়া ছাড়ছেন তিনি ৷ সোশ্যাল মিডিয়া ছাড়ার খবরে শুরু হয়ে যায় গুঞ্জন ৷ এবার সেই গুঞ্জনের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, "সোশ্যাল মিডিয়া ছাড়া নিয়ে অযথা লোকে তাঁদের তত্ত্বগুলি যেন না চাপায় ৷"

latest news of Aamir Khan
বলিউড অভিনেতা আমির খান,ছবি সৌজন্য সোশাল মিডিয়া

By

Published : Mar 17, 2021, 9:15 PM IST

Updated : Mar 18, 2021, 12:34 PM IST

মুম্বই 17 মার্চ : বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' যেন চাইলেও সমালোচনার বাইরে যেতে পারেন না ৷ জড়িয়ে পড়লেন নয়া বিতর্কে ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করে জানান, টুইটার, ইনস্টাগ্রামের মত সোশ্যাল মিডিয়াকে বিদায় জানাচ্ছেন তিনি ৷

এরপরই এই পোস্টকে ঘিরে জলঘোলা শুরু হয় ৷ এবার এ-বিষয়ে তাঁর প্রতিক্রিয়া দিলেন বলিউড অভিনেতা ৷ বললেন, "নিজেকে নিয়েই ব্যস্ত থাকি ৷ যেহেতু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করার নেই, তাই এ বিষয়টি ছেড়ে দিচ্ছি ৷"

আরও পড়ুন :চিরতরে সোশ্যাল মিডিয়া ছাড়লেন আমির, কী ঘটল ?

একই সঙ্গে অভিনেতা জানান, তাঁর খুবই কাছের এক বন্ধু নতুন ছবি 'কই জানে না'র পরিচালনা করতে চলেছেন ৷ ছবির একটি গানে দেখা যাবে আমিরকে ৷ একই সঙ্গে তাঁর আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা' নিয়েও ব্যস্ত নায়ক ৷ আর সেই কারনেই অভিনেতা বিদায় জানিয়েছেন সোশ্যাল মিডিয়াকে ৷

Last Updated : Mar 18, 2021, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details