পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চিরতরে সোশাল মিডিয়া ছাড়লেন আমির, কী ঘটল ? - আমির খানের খবর

সোশাল মিডিয়া ছাড়লেন আমির খান । সাময়িক সময়ের জন্য নয়, একেবারে চিরতরে । সঙ্গে একটি লম্বা পোস্টও শেয়ার করলেন অভিনেতা ।

aamir khan quits social media
aamir khan quits social media

By

Published : Mar 15, 2021, 11:02 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ ছিলেন না আমির খান । তবুও তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা 3.6 মিলিয়ন এবং টুইটারে 26.7 মিলিয়ন । সেই সমস্ত মানুষকে হতাশ করে সোশাল মিডিয়া ছাড়লেন সুপারস্টার ।

নিজেই খবরটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন আমির । লিখেছেন, 'জন্মদিনে আমায় এত শুভেচ্ছা আর ভালোবাসা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ । মন ভরে গেছে আমার । তবে, সঙ্গে এটাও জানাচ্ছি যে, সোশাল মিডিয়ায় এটাই আমার শেষ পোস্ট ।'

তাহলে তাঁর সম্পর্কে সব খবর পাবেন কী করে মানুষ ? সেটাও পরিষ্কার করে দিয়েছেন আমির । তাঁর প্রোডাকশন হাউজ় আমির খান ফিল্মস একটি অফিশিয়াল চ্যানেল লঞ্চ করেছে । সেখানেই আমিরের যাবতীয় আপডেট পাওয়া যাবে ।

আমির ব্যাপারটিকে খুব হালকা ছলে লিখলেও, নেটিজেনদের মন ভেঙেছে । এমনিতে আমিরকে বড় পরদায় দেখার সুযোগ খুব অল্প আসে । তার উপর যদি সোশাল মিডিয়াতেও তাঁর নাগাল পাওয়া না যায়, তাহলে কি আর ভালো লাগে !

ABOUT THE AUTHOR

...view details