মুম্বই : মারাঠী শিক্ষককে হারালেন আমির খান । মিস্টার সুহাস লিমায়ে নামে সেই শিক্ষককে হারিয়ে মন ভালো নেই অভিনেতার । সোশাল মিডিয়ায় শোকবার্তা আমিরের ।
আমির লিখেছেন, "আমার মারাঠী শিক্ষক সুহাস লিমায়ের মৃত্যুর খবর পেয়ে আমি খুব কষ্ট পেয়েছি । আমার দেখা অন্যতম সেরা শিক্ষক আপনি স্যার । আপনার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে মূল্যবান, সেগুলো আমার মনে গেঁথে রয়েছে ।"