পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মেয়ের কাজে গর্বিত আমির - medea

নাটকের পরিচালনা দিলেন আমির কন্যা ইরা খান । নাটকের নাম 'ইউরিপিডিস মেডিয়া' । আর এই কাজের জন্য তিনি গর্বিতবোধ করেন বলেও ইনস্টাগ্রামে জানিয়েছেন আমির ।

f
f

By

Published : Dec 8, 2019, 6:06 PM IST

মুম্বই : পরিচালনায় হাতেখড়ি হল আমির কন্যা ইরা খানের । সম্প্রতি একটি নাটকের পরিচালনা করেন তিনি । নাটকের নাম 'ইউরিপিডিস মেডিয়া' । আর এই কাজের জন্য ইনস্টাগ্রামে মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন আমির । লেখেন, "প্রাউড অফ ইউ ।"

এই নাটকে অভিনয় করেছেন আমির পুত্র জুনেদ খান ও অভিনেত্রী হেজ়েল কিচ সহ অন্যরা ।

পরিচালনায় ডেবিউ প্রসঙ্গে ইরা বলেন, "সিনেমা ছেড়ে কেন প্রথমে নাটকের পরিচালনা করলাম এর কোনও কারণ নেই । আসলে আমি জীবনে দুটোই করতে চাই । ব্যাকস্টেজে থেকে কাজ করতে চাইতাম । সেই কারণে স্টেজটিকে দেখতাম । তারপরই ভাবি নাটকের পরিচালনা দিই । তবে প্রথমে সিনেমায় পরিচালনা না করে কেন নাটকে করলাম তার পিছনে সঠিক কোনও কারণ নেই ।"

ইউরিপিডিসের নাটক 'মেডিয়া'। মেডিয়ার স্বামী জ্যাসন রাজকুমারী কোরিন্থের জন্য তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল । আর সেই রাজকুমারীকে মেরে এর প্রতিশোধ নিয়েছিল মেডিয়া । এরপর সেখান থেকে এথেন্স চলে যায় সে । সেখানে নতুন জীবন শুরু করে মেডিয়া । আর এই নাটক কবে কোথায় মঞ্চস্থ হবে সেই পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আমির ।

ABOUT THE AUTHOR

...view details