মুম্বই : স্ক্রিপ্ট রাইটারদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সিনেস্তান ডিজিটালের তরফে । সম্প্রতি বিজেতার নাম ঘোষণা করা হয় অনলাইনে । তবে যাঁরা জিততে পারেননি তাঁদের মন খারাপ করতে বারণ করেছেন আমির খান ।
'সিনেস্তান ইন্ডিয়াজ় স্টোরিটেলার্স স্ক্রিপ্ট কনটেস্ট' নামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় । যেখানে বিজেতা হিসেবে পাঁচজনকে বেছে নেন আমির খান, রাজকুমার হিরানি, অঞ্জুম রাজাবলি ও জুহি চতুর্বেদী । ডিজিটালে বিজেতাদের নাম ঘোষণা করেন তাঁরা ।
বিজেতাদের নাম ঘোষণার সময় একটি ভিডিয়োতে আমির বলেন, "লকডাউনের জেরে ডিজিটালে এভাবে বিজেতাদের নাম ঘোষণা করতে হচ্ছে । এতে খুবই খারাপ লাগছে । প্রথম পাঁচে যাঁরা আসতে পারেননি তাঁরা মন খারাপ করবেন না । স্ক্রিপ্ট রাইটারদের সব সময় লেখা চালিয়ে যাওয়া উচিত । আর এই সময় আরও বেশি গুরুত্ব নিয়ে লেখালেখি করা দরকার । কারণ সব পরিচালকেরই ভালো স্ক্রিপ্ট প্রয়োজন ।"