মুম্বই : সন্তান বাবা-মায়ের পথ অনুসরণ করবে এটা খুব স্বাভাবিক বিষয় । তাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে স্পোর্টস সব জায়গাতেই স্টার কিডডের এখন যথেষ্ট জনপ্রিয়তা । ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মা-বাবার সন্তানরাও ধীরে ধীরে যুক্ত হচ্ছেন এই ইন্ডাস্ট্রির সঙ্গে । ইতিমধ্যেই অনেকে অভিনয়ে ডেবিউ করেছেন । তাঁদের মধ্যে অন্যতম আমির খানের মেয়ে ইরা । অভিনয় করার ইচ্ছা তাঁর একেবারেই নেই । ক্যামেরার পিছনে থেকে পরিচালনা দিতেই বেশি স্বাচ্ছন্দ্য । তবে এখনই বাবার ছবি পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।
সম্প্রতি একটি নাটকের পরিচালনা করছেন ইরা । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন হেজ়েল কিচ । তবে ক্যারিয়ারের শুরু দিকেই বাবার ছবি পরিচালনা করতে চান না ইরা । পরিচালনায় নিজেকে আরও কিছুটা পরিপক্ক করে তুলে তারপরই মিস্টার পারফেকশনিস্টের ছবি তিনি পরিচালনা করবেন বলে সম্প্রতি একটি সাকাৎকারে একথা জানিয়েছেন ।