পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমিরের সঙ্গে কাজ করতে চান না মেয়ে ইরা খান ! - আমির খান

অভিনয় নয়, ক্যামেরার পিছনে থেকে পরিচালনা করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন আমির কন্যা ইরা খান । কিন্তু, এখনই বাবার সঙ্গে কাজ করার ইচ্ছা নেই তাঁর । এই ফিল্ডে আরও কিছুটা পরিপক্ক হয়ে তারপরই বাবার ছবিতে পরিচালনা করার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ।

gf

By

Published : Nov 24, 2019, 1:33 PM IST

Updated : Nov 24, 2019, 6:14 PM IST

মুম্বই : সন্তান বাবা-মায়ের পথ অনুসরণ করবে এটা খুব স্বাভাবিক বিষয় । তাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে স্পোর্টস সব জায়গাতেই স্টার কিডডের এখন যথেষ্ট জনপ্রিয়তা । ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মা-বাবার সন্তানরাও ধীরে ধীরে যুক্ত হচ্ছেন এই ইন্ডাস্ট্রির সঙ্গে । ইতিমধ্যেই অনেকে অভিনয়ে ডেবিউ করেছেন । তাঁদের মধ্যে অন্যতম আমির খানের মেয়ে ইরা । অভিনয় করার ইচ্ছা তাঁর একেবারেই নেই । ক্যামেরার পিছনে থেকে পরিচালনা দিতেই বেশি স্বাচ্ছন্দ্য । তবে এখনই বাবার ছবি পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।

সম্প্রতি একটি নাটকের পরিচালনা করছেন ইরা । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন হেজ়েল কিচ । তবে ক্যারিয়ারের শুরু দিকেই বাবার ছবি পরিচালনা করতে চান না ইরা । পরিচালনায় নিজেকে আরও কিছুটা পরিপক্ক করে তুলে তারপরই মিস্টার পারফেকশনিস্টের ছবি তিনি পরিচালনা করবেন বলে সম্প্রতি একটি সাকাৎকারে একথা জানিয়েছেন ।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমির অনেকটাই পুরোনো । আর স্ক্রিনে কোনও চরিত্র ফুটিয়ে তুলতে যথেষ্ট কসরত করেন তিনি । চরিত্রর জন্য নিজেকে পারফেক্ট কীভাবে করা যায় তা নিয়েই রাতদিন পড়ে থাকেন । বাবার এই বিষয়টা খুবই পছন্দ ইরার । তিনি আরও বলেন, "পরিচিত কোনও মানুষের ছবিতে পরিচালনা করার কাজটা খুবই শক্ত ।" তাই নিজেকে এই ইন্ডাস্ট্রিতে আরও কিছুটা পরিপক্ক করে তুলে তারপরই বাবার ছবিতে পরিচালনা দেওয়ার কথা চিন্তা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ।

ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি যুক্ত না হয়েও বিভিন্ন কারণেই খবরে এসেছেন ইরা । সেটা বয়ফ্রেন্ডের জন্য হোক বা কোনও ফোটোশুটের জন্য ট্রোলড হওয়াই হোক না কেন ।

Last Updated : Nov 24, 2019, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details