মুম্বই : মুম্বইতে কোরোনার প্রকোপ দেশের মধ্য সবচেয়ে বেশি । কোনওভাবে এই জীবাণুর বিস্তারকে আটকানোই যাচ্ছে না যেন । কোরোনায় আক্রান্ত হলেন আমির খানের একাধিক স্টাফ । মাকে নিয়ে আশঙ্কায় অভিনেতা ।
সোশাল মিডিয়ায় পোস্ট করে এই খবর কনফার্ম করেছেন আমির । লিখেছেন, "আমার কয়েকজন স্টাফের কোরোনা ধরা পড়েছে । ওদের সঙ্গে সঙ্গে কোয়ারান্টিনে নিয়ে যাওয়া হয় । BMC অফিশিয়ালরা খুব তাড়াতাড়ি সমস্ত পদক্ষেপ নিয়েছেন ।"