পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সিদ্ধান্ত বদলে 'মোগুল'-এ সুভাষ কাপুরের সঙ্গে কাজ করছেন আমির - will work together

গত বছর সুভাষ কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা থাকায় তাঁর সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান । তবে সম্প্রতি তাঁর সঙ্গে 'মোগুল' ছবিতে কাজ করবেন বলে জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট ।

আমির খান

By

Published : Sep 10, 2019, 9:19 AM IST

মুম্বই : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে শিগগিরিই নতুন প্রজেক্টের সঙ্গে কাজ করতে দেখা যাবে । গুলশান কুমারের বায়োপিক 'মোগুল'-এ মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য গত বছর না করে দেওয়ার পরও তিনি ফিরে এসেছেন । এই বার্তা দিয়ে ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ টুইট করেছেন ।

তরণ লেখেন, "এটা অফিশিয়াল... আমির খান তাঁর সিদ্ধান্তকে উলটে দিয়েছেন... সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক সুভাষ কাপুরের সঙ্গে কাজ করার... গুলশন কুমার বায়োপিকে আমির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ।"

পরিচালক সুভাষ কাপুর গত বছর একটি যৌন হেনস্থার মামলায় জড়িত ছিলেন । সে কারণে ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির ।

2018 সালের অক্টোবরে আমির খান কিরণ রাওয়ের সঙ্গে টুইটারে একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন । তিনি লেখেন, "আমির খান প্রোডাকশনে আমরা যৌন দুর্বৃত্ততা ও কোনও ধরনের খারাপ আচরণ সহ্য করি না ।"

তিনি আরও লেখেন, "আমরা যার সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছিলাম, তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করা হয়েছে । এরকম মামলায় জড়িত কারও বিরুদ্ধে কোনও তদন্ত না করেই আমরা এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ।"

তবে বর্তমানে আমির খান পরিচালক সুভাষ কাপুরের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন । ছবি মুক্তির তারিখ ও পুরো কাস্ট এখনও ঘোষণা করা হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details