মুম্বই : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে শিগগিরিই নতুন প্রজেক্টের সঙ্গে কাজ করতে দেখা যাবে । গুলশান কুমারের বায়োপিক 'মোগুল'-এ মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য গত বছর না করে দেওয়ার পরও তিনি ফিরে এসেছেন । এই বার্তা দিয়ে ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ টুইট করেছেন ।
তরণ লেখেন, "এটা অফিশিয়াল... আমির খান তাঁর সিদ্ধান্তকে উলটে দিয়েছেন... সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক সুভাষ কাপুরের সঙ্গে কাজ করার... গুলশন কুমার বায়োপিকে আমির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ।"
পরিচালক সুভাষ কাপুর গত বছর একটি যৌন হেনস্থার মামলায় জড়িত ছিলেন । সে কারণে ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির ।