মুম্বই, 31 মার্চ : বলিউডের মিষ্টি নায়িকা ইয়ামি গৌতম ৷ সাধারণত তাঁকে আমরা সাদামাটা চরিত্রেই দেখেছি এতদিন৷ তবে এবার অভিনেত্রী সেই ছকে বাঁধা চরিত্রের গন্ডি ভেঙে নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন 'আ থার্সডে' ছবিতে ৷ এই ছবিতে তাঁর চরিত্রের নাম নয়না জসওয়াল ৷
মঙ্গলবার অভিনেত্রী ইয়ামি গৌতম ইনস্টাগ্রামে শেয়ার করলেন আ থার্সডেতে তাঁর চরিত্রের এক ঝলক ৷ ছবিটির ক্যাপশানে লিখছেন নায়িকা লিখেছেন 'দ্য মাস্টারমাইন্ড ৷ নয়না জসওয়াল ৷ # আ থার্সডে' ৷ বলে রাখা ভালো, এই ছবিতে তাঁকে দেখা যাবে প্লে স্কুলের শিক্ষিকা হিসেবে ৷ কিন্তু তাঁর লুকসে শিক্ষিকা সুলভ ভঙ্গি নেই ৷