মানালি (হিমাচলপ্রদেশ) : তাঁর সুরক্ষা নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা রানাওয়াতের বাবা । আর তারপরই অভিনেত্রীর মানালির বাড়ির সামনে মোতায়েন করা হল পুলিশ ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে । কখনও বলিউডের নেপোটিজ়ম আবার কখনও ইন্ডাস্ট্রির সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি । প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্র পুলিশ ও মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েও । আর এতেই অভিনেত্রীর উপর চটে যায় শিবসেনা । এ নিয়ে একাধিকবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি । চলছিল আক্রমণ পালটা আক্রমণের পালা ।
কয়েকদিন আগে সঞ্জয় রাউত দলের মুখপত্র সামনায় লেখেন, "কঙ্গনা রানাওয়াতের মনে যদি মহারাষ্ট্র পুলিশকে নিয়ে কোনও সম্মান না থাকে তাহলে যেন তিনি মুম্বইতে না ফেরেন । উনি মহারাষ্ট্র পুলিশের অপমান করেছেন ।" এরপর থেকেই সোশাল মিডিয়ায় একাধিক হুমকি পাচ্ছিলেন কঙ্গনা । অনেকেই তাঁকে মুম্বইতে ফিরতে বারণ করেন । কয়েকজন আবার তাঁকে মারার হুমকিও দেন ।