হায়দরাবাদ, 16 মার্চ :তিন মাস হতে চলল বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৷ তারপর থেকেই একের পর এক ছবিতে অনুরাগীদের মন মাতাচ্ছেন তাঁরা (Vicky Katrina Pictures )৷ এবার ফের ভিক্যাট অনুরাগীদের জন্য ছবির উপহার নিয়ে এলেন এই নবদম্পতি ৷
সাম্প্রতিক ছবিতেও ধরা পড়ল রূপোলি পর্দার অধরা নায়িকা ক্যাটরিনার বাস্তব জীবনের ভালাবাসার রসায়ন ৷ ক্যাটকে এদিন দেখা গেল ভিকির কাঁধে মাথা রেখে সেলফি পোস্ট করতে ৷ সাদা শার্ট আর কালো রোদচশমায় এদিন ড্য়াশিং হয়ে উঠেছিলেন ভিকিও ৷ রোদচশমায় নিজেকে সাজিয়েছিলেন ক্য়াটরিনাও ৷ ছবির সঙ্গে একটি নিজের ইনস্টায় একটি স্টিকারও শেয়ার করেছেন এই বলিসুন্দরী ৷ তাতে লেখা, "সরি, আমার ঘুম পাচ্ছে ৷"