পাঞ্জাব : এক টেলিভিশন শোয়ে খ্রিশ্চান ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে পাঞ্জাব পুলিশ দ্বিতীয় মামলা দায়ের করল রবিনা, ফারাহ খান ও ভারতী সিংয়ের বিরুদ্ধে । এর আগেও শনিবার ফিরোজ়পুর ক্যান্টনমেন্টে একটি মামলা দায়ের হয় তাঁদের বিরুদ্ধে ।
পাঞ্জাবের বিভিন্ন এলাকায় চলছে শান্তিপূর্ণ প্রতিবাদ । যদিও রবিনা ক্ষমা চেয়েছেন সোশাল মিডিয়ার মাধ্যমে । তিনি লিখেছেন, "কোনও ধর্মকে আঘাত পৌঁছে আমি কোনও শব্দও উচ্চারণ করিনি । আমরা (ফারাহ খান, ভারতী সিং ও আমি) কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশে কিছুই বলিনি । যদি সেটা হয়ে থাকে, তাহলে আমরা খুব ক্ষমা চেয়ে নিচ্ছি ।"