পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দ্বিতীয় মামলা দায়ের রবিনা-ফারাহ-ভারতীর বিরুদ্ধে - ফারাহ খানের খবর

টেলিভিশনে খ্রিশ্চান ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে দ্বিতীয় বার মামলা দায়ের হল রবিনা ট্যান্ডন, ফারাহ খান ও কমেডিয়ান ভারতী সিংয়ের বিরুদ্ধে ।

Raveena Tandon latest news
Raveena Tandon latest news

By

Published : Dec 30, 2019, 5:12 PM IST

পাঞ্জাব : এক টেলিভিশন শোয়ে খ্রিশ্চান ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে পাঞ্জাব পুলিশ দ্বিতীয় মামলা দায়ের করল রবিনা, ফারাহ খান ও ভারতী সিংয়ের বিরুদ্ধে । এর আগেও শনিবার ফিরোজ়পুর ক্যান্টনমেন্টে একটি মামলা দায়ের হয় তাঁদের বিরুদ্ধে ।

পাঞ্জাবের বিভিন্ন এলাকায় চলছে শান্তিপূর্ণ প্রতিবাদ । যদিও রবিনা ক্ষমা চেয়েছেন সোশাল মিডিয়ার মাধ্যমে । তিনি লিখেছেন, "কোনও ধর্মকে আঘাত পৌঁছে আমি কোনও শব্দও উচ্চারণ করিনি । আমরা (ফারাহ খান, ভারতী সিং ও আমি) কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশে কিছুই বলিনি । যদি সেটা হয়ে থাকে, তাহলে আমরা খুব ক্ষমা চেয়ে নিচ্ছি ।"

পাঞ্জাবের আজনালা টাউনে খ্রিশ্চান ফ্রন্টের প্রেসিডেন্ট সোনু জ়াফারই প্রথম কেস ফাইল করেন এই তিন তারকার বিরুদ্ধে । তিনি বলেন যে, খ্রিশ্চানদের এক ধর্মীয় শব্দ 'হালেলুইয়া'-র উচ্চারণ নিয়ে রবিনা-ফারাহ ও ভারতী ঠাট্টা করেছেন ।

ভারতীয় দণ্ডবিধির সেকশন 295 A ধারার অধীনে মামলা হয়েছে এই তিন তারকার বিরুদ্ধে ।

ABOUT THE AUTHOR

...view details